করোনাভাইরাস জেরে বিজেপি একমাসের জন্য সভা স্থগিত রাখল।
বিশ্বজুড়ে ছড়িয়েছে মারণ করোনা ভাইরাসের আতঙ্ক।এখনও পর্যন্ত দুনিয়ায় ৮ হাজার মানুষের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী। কয়েকদিন আগেই বলা হয়েছিল যে কৃত্রিমভাবে এই ভাইরাস তৈরি করা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছে এক নতুন গবেষণা।সদ্য করোনা ভাইরাস নিয়ে একটি নতুন গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার মেডিসিন পত্রিকায়। নোভেল করোনা ভাইরাস সার্স-কো ভি-২ বা কোভিড-১৯ ও তার সম্পর্কীত ভাইরাসগুলির জিনের গঠন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন আমেরিকার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী। নোভেল করোনা ভাইরাস কৃত্রিমভাবে তৈরির হয়েছে বলে গবেষণায় কোনও প্রমাণ মেলেনি। গবেষণাপত্রটির অন্যতম লেখক স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ক্রিস্টিয়ান অ্যান্ডারসেন বলেন, “পরিচিত করোনা ভাইরাসের স্ট্রেইনগুলির তুলনামূলক বিশ্লেষণ করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, সার্স-কো ভি-২ স্বাভাবিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে।করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ার তথা বহু পত্র পত্রিকায় বিভিন্ন তথ্য পরিবেশন হয়েছে,আসলে সঠিক তথ্য কোনটি বোঝা বড় দায় সাধারণ মানুষের। সাংবাদিক তো গবেষক নয়, যা তথ্য পাচ্ছে সেটাই পরিবেশন করা ছাড়া আর কোন উপায় নেই, তবে সত্য মিথ্যা যাচাই করা সব সময় সম্ভব নয়। তেমনি পরিকাঠামো সংবাদপত্রের সাংবাদিকদের নেই। যতটা সম্ভব ততটা পরিবেশন করা হচ্ছে। অনেক ভুল এবং সঠিক তথ্য মানুষের অজান্তে রয়েছে করোনাভাইরাস নিয়ে। তবে গুজবে কান দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদায় এমনটাই প্রচার করে চলেছে। প্রচার যতটা হচ্ছে ততটা আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ, তাদের ভয় রাখার আর কোন জায়গা নেই।তবে সরকারিভাবে সঠিক প্রচার করায় সরকার খুবই বাঞ্ছনীয়। করোনাভাইরাস কে নিয়ে রাজনীতি করবেন না, এমনই অভিমান বিশেষজ্ঞ মহলের। সবকিছু দূরে ঠেলে রাজনীতির অভিযোগ তুলছে বিজেপি।এ রাজ্যের ক্ষেত্রে কলকাতা, অন্ডাল এবং বাগডোগরা— সে রকমই তিনটি প্রাথমিক চেক পয়েন্ট। ওই চেক পয়েন্ট কতটা কার্যকরী? আদৌ কি বিদেশ থেকে ফেরা সবাইকে সঠিক ভাবে চিহ্নিত করে শ্রেণি বিভাগ করা সম্ভব হচ্ছে রাজ্যের ওই তিন বিমানবন্দরে? প্রশ্নটা উঠছে, কারণ রাজ্যের এক আমলার ছেলে, যাঁর দেহে করোনার প্রমাণ মিলেছে, তিনি বিমানবন্দর থেকে সোজা বাড়ি চলে গিয়েছিলেন। পরে শহরের অন্যান্য জায়গাতেও ঘুরে বেড়ান। আবার এ দিন লন্ডন থেকে কলকাতা ফিরেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ফিরেছেন অভিনেতা জিৎ-সহ অনেক কলাকুশলী। মিমি-জিৎ দু’জনেই নিজেদের বাড়িতে আইসোলেশনে থাকার কথা ঘোষণা করেছেন। কিন্তু তাঁর আগে তাঁদের দেখা যায় বিমানবন্দর চত্বরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। জিতের মুখে মাস্ক থাকলেও মিমির মুখে সে সব কিছুই ছিল না। আর সেখানেই প্রশ্নটা উঠছে, বিমানবন্দরে ঠিক কী পদ্ধতিতে বিদেশ থেকে আসা যাত্রীদের চিহ্নিত করা হচ্ছে? ঠিক সেই কারণেই করোনা আক্রান্ত আমলা পুত্রের কান্ডে সরব রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তার কথায়,আমার মনে হয় বিশেষ বিশেষ লোকজনের ছেলেমেয়েরা ছাড়া পেয়ে যাচ্ছে৷ এজন্য সমাজের বাকিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অসুখ মুখ দেখে হয় না, তাই পুরো পরীক্ষা করেই ছাড়া উচিত৷অভিযোগ,করোনা আক্রান্ত যুবক বিমান বন্দর ও হাসপাতালের পরামর্শ উপেক্ষা করে দু’দিন ঘুরে বেরিয়েছে কলকাতায়৷ এমনকি করোনা আক্রান্ত যুবকের মা তার কর্মস্থল নবান্নেও গিয়েছেন৷ ছেলেকে নিয়ে গিয়েছিলেন এম আর বাঙুর হাসপাতালে৷ অন্যদিকে বিজেপির দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, আগামী এক মাস কোনও জনসভা করবে না বিজেপি৷ নেওয়া হবে না কোনও প্রতিবাদ কর্মসূচিও৷ যদি কোনও যোগাযোগ করতে হয়, তাহলে শীর্ষ নেতারা স্মারকলিপির মাধ্যমে তা করবেন৷১৫ এপ্রিল পর্যন্ত প্রতিটি রাজ্যে সমস্ত রকম কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে গেরুয়া শিবিরের কর্মীরা। প্রকাশ্যে সভা-সমাবেশ তো বটেই, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি, সেমিনার সবই স্থগিত রাখা হয়েছে। শুধুমাত্র দলের ছোটখাট কয়েকটি সাংগঠনিক বৈঠক ছাড়া কোনও রাজনৈতিক কর্মসূচিতেই তারা অংশগ্রহণ করবেন না বলে জানা যায়৷