করোনা মোকাবিলায় সাংবাদিকদের পাশে নেই কেউ !
এ কেমন মহামারী এলো এই পৃথিবীর বুকে,একের পর এক মাটি কামড়ে ধরে তাদের বংশ বিস্তার করতে চলেছে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে বিশ্বজগতকে। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস, অসহায় পৃথিবীর মানুষ। করণা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে আজও কোন ঔষধ তৈরি হয়নি। একদিকে চলছে সারা বিশ্বে লকডাউন, ও ভারতবর্ষে লকডাউন শুরু হয়েছে ২১ দিন যাবৎ লকডাউন থাকবে। অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত ঘরের বাইরে পা রাখা যাবেনা জনসাধারণের, কিন্তু যারা করোনাভাইরাস এর সচেতনা বিস্তার প্রচার করছে। সেইসব সাংবাদিকরা আজ যেন অসহায়, সাংবাদিকদের জন্য তেমনি কিছু ঘোষণা করেনি যারা কখনো মোকাবিলায় ভূমিকা পালন করছে, মানুষের জন্য নিজের জীবনকে দায় রেখে।এইসব পরিবারে বৃদ্ধ বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন রয়েছে, একজন আক্রান্ত হলে পরিবারের সবাই আক্রান্ত হবে, তাদের কথা ভাবার মতন কেউ ।ডক্টর, পুলিশ, স্বাস্থ্যকর্মী, আশা কর্মীদের জন্য সরকারি বরাদ্দ করেছে করোনাভাইরাস মোকাবিলার জন্য পাঁচ লক্ষ টাকা। সাংবাদিকরা কি করলো জরুরি অবস্থার মধ্যে দাঁড়িয়ে নিজের জীবনকে বাজি রেখে মোকাবিলায় সচেতন মুখ্য ভূমিকা কাজ করে চলেছে। ছোট পত্রপত্রিকা, অনলাইন মেডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক সংবাদপত্র ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সম্পাদক ও বিভিন্ন কর্মীরা। মানুষের দরবারে পৌঁছে দেয় সবার কথা,তাদের কথা ভাবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন করছেন ইন্ডিয়ান জানালেন অল এডিটরে অ্যাসোসিয়েশন । এদের কথা ভাবার জন্য আছে বা কে!
যাঁরা সারাদিন খবর সংগ্রহ করতে ব্যস্ত। জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা দিবারাত্র করোনাভাইরাসের আপডেট দিয়ে চলেছেন, এই মারণ ভাইরাস ছাড়ল না সেই সাংবাদিককেও।
মধ্যপ্রদেশে করোনাভাইরাস এবার থাবা বসাল এক সাংবাদিকের শরীরে। এর ফলে মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫। বুধবার ভোপালে এক সাংবাদিকের শরীরে মিলল কোভিড-১৯। তাঁর মেয়ের শরীরেও মিলেছে এই মারণ ভাইরাস। গত সপ্তাহে ভোপালে সদ্য প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওই সাংবাদিক। কমলনাথের প্রেস কনফারেন্সে ওই সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।এ বিষয়ে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটরের অ্যাসোসিয়েশনের জাতীয় সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার বলেন করোনাভাইরাসরে মুখ্য সচেতক যারা সাংবাদিক সম্পাদক বিভিন্ন পত্র পত্রিকা ,অনলাইনমিডিয়া, সোশ্যাল মিডিয়া, সাংবাদিক দের পাশে দাঁড়ায় অনুরোধ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে ।