জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজের স্বাস্থ্য কর্মীদের এন ৯৫ মাস্ক দিলেন টীম সংঘর্ষ ও বিএসএসআর ইউনিয়ন
চিত্রদীপ ভট্টাচার্য্য, জামশেদপুর: করোনার প্রাদুর্ভাব এড়াতে, এমজিএম মেডিকেল কলেজ ডিমনা’র পরীক্ষামূলক কেন্দ্রে পরিষেবা কর্মীদের সুরক্ষা বিবেচনায় টীম সংঘর্ষ এবং বিএসএসআর ইউনিয়নের সম্মিলিত উদ্যোগে ৩টি লেয়ার ফ্লুয়েড শিল্ড এন ৯৫ মাস্ক সমস্ত কর্মীর জন্য উপলব্ধ করানো হয়। টীম সংঘর্ষের অরিজিত সরকার বলেন জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজে করোনার টেস্ট একমাত্র কেন্দ্র সেটা সঠিক ভাবে অব্যাহত থাকে,
সেই উদেশ্যে চিকিত্সক ও প্যারামেডিক্যাল কর্মীরা যারা এই টেস্ট অভিযানে নিয়োজিত রয়েছেন তাদের নিরাপদ থেকে তার খেয়াল রাখা উচিত। টীম সংঘর্ষ পরিবার তাদের নিরাপত্তার কথা ভেবে তাদের হাতে মাস্ক তুলে দেওয়া নিজেদের কর্তব্য মনে করে। পক্ষ থেকে যত্ন নেওয়া উচিত।এন ৯৫ মাস্ক এমজিএম কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের এইচওডি ডাক্তার পিয়ালি গুপ্তের হাতে তুলে দেওয়া হয়। টিম সংঘর্ষ পরিবারের অরিজিত সরকার, বিজন সরকার, বিনোদ মসকরা এবং বিএসএসআর ইউনিয়নের সভাপতি পীযূষ গুপ্ত উপস্থিত ছিলেন।