ভালোবাসা হোক ভালো”বাসা”
শ্রীপর্না রায়
যেমন ভাবে ভাবছো তোমরা
করবে করোনা জয়।
তেমনভাবে গোয়াল চলে
বিজ্ঞান কভু নয়।
করোনা নিয়ে নানা বুজরুকি
নিত্য নতুন ফন্দী।
তোমাদের গো-জ্ঞান থামাও এবার
ঘরেতে হও বন্দী।
সময়ের দাবী একটাই আজ
ঘরেতে বিশ্রাম নাও।
এছাড়া কোনো বিকল্প নেই
যদি বাঁচতে চাও।
আগামী পাঁচদিন ভীষণ দামী
রাস্তার ভীড়টাই চিন্তার।
ঘর ছেড়ে তোমরা এসো না বাইরে
দিব্যি রইলো গো মাতার।
সারাদিন ঘরে রইলে করোনার ভয়ে
সন্ধ্যায় মোড়ের মাথায় আড্ডা…
তোমার স্টুপিড ফান্ডা খুড়লো
আরও বড় এক গাড্ডা।
এইকটা দিন সব ভুলে যাও
ক্লাব কিংবা পার্টি অফিস।
বন্ধুরা থাকুক ফোনের মাঝে
করোনা হোক ফিনিশ।
খুব প্রয়োজনে বাইরে গেলে
ফালতু দাড়িও না কোথাও।
কাজ শেষে তুমি বাড়ির পথে
সোজা হাটা লাগাও।
এভাবেই আজ বাঁচাতে হবে
আমাদের একে ওপরকে।
একটুখানি সচেতনাতেই আমরা হারাবো
সাংঘাতিক দুষ্টু করোনাকে।
আমাদের ভালো”বাসা” আজ পূর্ণতা পাক
একান্ত আপনজনে।
ভালোবাসার ঘরে সপরিবারে থাকি
সারাদিন খুশি মনে।