মানুষ মানুষের জন্য সংস্থার উদ্যোগে দুস্থদের অন্ন সেবা
সংবাদদাতা,স্বপন দত্ত, বর্ধমান: দেশের করোনা ভাইরাস এর আক্রমণে এমন সংকট ময় মহুর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেমন কাজ করছেন ডাক্তারবাবু নার্স দিদিমনি, সাংবাদিক, পুলিশ প্রশাসন, ও মানুষের অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের ব্যাক্তিবর্গ , সমাজসেবী সংস্থা , এছাড়া মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ছেন সবসময় মানুষের সেবায় ।। এই সময়েএক মানবিক মুখ দেখা গেলো বর্ধমানের এক সমাজ সেবী সংস্থার । বৃস্পতিবার দুপুরে বর্ধমান স্টেশন চত্ত্বরে মানুষ মানুষের জন্য এক সমাজ সেবী সংস্থার উদ্দ্যোগে স্টেশনে পড়ে থাকা দুস্থ ও ভিখারী অনাথ দের অন্ন সেবা করানো হলো । তবে সকলকে বসিয়ে খাওয়ানো নয় থালা ও প্যাকেট করে দুপুরের খাবার ভাত ,আলুরদম , ডিম পদ দিয়ে ৭২ জন অসহায় মানুষকে অন্ন সেবা করাতে পেরে সংস্থার সকলেই খুশি ।
বাইরে থেকে আগত যেমন ঝাড়খন্ড , বিহারে যারা যেতে পারেন নি স্টেশনে পড়ে ছিলেন তাদেরও অন্ন সেবা করানো হয় । বর্ধমানের পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও মানুষের বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এই কাজ করা সম্ভব হয়েছে বলে সংস্থার সভাপতি শেখ পিন্টু , সহ সম্পাদক শেখ ইমতিয়াজ , ক্যাশিয়ার অমিত সরকার জানান । সংস্থার উপদেষ্ঠা ও সমাজ সচেতনের বাউল শিল্পী নাম বলতে অনিচ্ছুক, মানুষ মানুষের জন্য সংস্থার একজন হয়ে সবসময় তাদের সমাজের ভালো কাজে উৎসাহ দেন। তাদের পাশে সবসময় এই বাউলকে দাঁড়াতে দেখা যায়।। দুস্থদের অন্ন সেবারকথা বর্ধমানের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তেই অনেকেই সাধুবাদ জানান সংস্থার সকল সমাজ সেবী কর্মী বৃন্দ কে।।