MY CATAGORY

সাংবাদিকদের সুখ-দুঃখের পাশে দাঁড়ালেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংমাহাত ।

পুরুলিয়া, 24 মার্চ : সারা ভারতবর্ষের মাটিতে শক্ত ঘাঁটি গড়তে চলেছে করোনাভাইরাস , একদিকে আক্রান্ত সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 13 জনের। পুলিশ, সাংবাদিক, ডক্টর ,নার্স এমনই ভয়ঙ্কর ভাইরাসের সময় ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে সারা পৃথিবী জুড়ে। ডাক্তার ও নার্স ও অন্যান্য সরকারি কর্মচারী এবং পুলিশদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সাংবাদিকদের পাশে দাঁড়ানোর মত কেউ ছিলনা। সূর্যোদয়ের মতো উদিত হল, সাংবাদিকদের সুখ-দুঃখের পাশে দাঁড়ালেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংমাহাত ।

www. newssaradin.live

কোরোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে জেলা প্রশাসনের হাতে 50 লাখ টাকা অনুদান দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংমাহাত । একইসঙ্গে সাংবাদিকদের জন্য স্পেশাল ড্রেস ও মেডি কিটের জন্য জেলাশাসকের হাতে আরও 2 লাখ টাকা অনুদান দেন তিনি । আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল শ্রেণির মানুষ । এই পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও সাংবাদিকরা । তাদের রবিবার হাততালি দিয়ে সম্মান জানিয়েছে দেশবাসী । এবার এমনই সকলের উদ্দেশে নিজের সাংসদ তহবিল থেকে 50 লাখ অনুদানের কথা ঘোষণা করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংমাহাত ।এ বিষয়ে তিনি বলেন, “কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সাধুবাদ জানাচ্ছি । কোরোনা সকল শ্রেণির মানুষকেই এগিয়ে আসা উচিত । কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । তাই কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা জেলাপ্রশাসনের হাতে তুলে দেওয়া হল । একইসঙ্গে এই কঠিন পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকাকেও সাধুবাদ । জীবনের পরোয়া না করে তার খবর সংগ্রহ করে পরিবেশন করেন তাঁরা । তাঁদের স্বাস্থ্যের কথাটাও আমাদের ভাবতে হবে । তাই জেলার সাংবাদিকরা যাতে সুস্থ সবল থাকেন, তাঁদের সুরক্ষার জন্য জেলার সাংবাদিকদের 2 লাখ টাকা অনুদান দেওয়া হল জেলাপ্রশাসনের হাতে । এই টাকায় সাংবাদিকদের স্পেশাল ড্রেস, স্যানিটাইজ়ার, মাস্ক ও মেডি কিট প্রদান করা হবে ।”

সত্য কথা বলতে ভয় পায় না

Related Articles

Back to top button