রাজ্য

দিলীপ ঘোষের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর 

বাংলা বাঙ্গালীদের জন্য প্রাণপনে মাঠে নেমে পড়েছে বাংলার মুখ ।সারা ভারত বর্ষ বাঙ্গালীদের যেখানে অন্যায় অত্যাচার অপমানিত হবে সেখানেই প্রতিবাদ করবে বাংলার মুখ। বাঙালি সংস্কৃতি বাংলা কালচার কৃষ্টিকে অপমান  করলেই আইনত প্রতিবাদ সভা বিক্ষোভ ও থানায় এফআইআর করতে বাধ্য থাকিবে বাংলার  মুখের সভাপতি পার্থ গোস্বামী। তাই যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিল বাংলা মুখ একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে , সম্প্রীতি দিলীপ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কে মূর্খ বলেছে বলে তাই এই প্রতিবাদ সভা। এদিন মিছিল করে করোনা বিধি মেনে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত যায় ,সেখানে গিয়ে যাদবপুর থানায় দিলীপ ঘোষের সহ কঙ্গনা রানাওয়াত ও সুরজিৎ দত্ত নামে এফআইআর করেন এবং গ্রেফতারের দাবিতে তোলে। “বাংলার মুখ” -এর পক্ষ থেকে বিশেষ কিছু গুরুত্ব পূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিন বিক্ষোভ সভায় উপস্থিত বাংলার মুখের সভাপতি সুদীপ্ত সোম সহ আরো অনেকে। বাংলার মুখের সভাপতি পার্থ ঘোষস্বামীর কথায় স্পষ্ট করে দিয়েছেন তারা পৌরসভা ভোটের জন্য এ কাজ করছে না তারা, প্রকৃত বাংলা ও বাঙালি সংস্কৃতির অপমান করলে তাদেরকে বরদাস্ত করবে না। তাই দিলীপ ঘোষ যেভাবে বাংলার সংস্কৃতিকে অপমান করেছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। এবং বাংলা সংস্কৃতির যে বা যারা অপমান করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলার মুখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছে যাতে দিলীপ ঘোষ অবিলম্বে গ্রেপ্তার হয়।

Related Articles

Back to top button