জেলা

বৃষ্টি উপেক্ষা করেই দিনহাটাতে ভোট প্রচার 

দিনহাটা, 20 অক্টোবর : বৃষ্টি উপেক্ষা করেই বুধবার দিনভর ভোটপ্রচার চালালেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে কর্মীসভা করেন। অপরদিকে ছাতা মাথায় নিয়েই নাজিরহাট-2 গ্রাম পঞ্চায়েতের দিঘলটারি, পশ্চিম কুমারগঞ্জ, শ্যামগঞ্জ, মৈদাম এলাকায় ভোট প্রচার করেন। তবে বৃষ্টির কারণে একাধিক কর্মসূচি বাতিল করেছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। তবে এদিন সকালে দিনহাটা শহরের বিশিষ্টজনদের বাড়ি গিয়ে ভোটপ্রচার করেন প্রার্থীরা।

দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, “বৃষ্টি থাকলেও কিছু করার নেই। মাঝে এক সপ্তাহ বাকি। তাই বৃষ্টি উপেক্ষা করেই প্রচার চলছে। ছাতা নিয়ে ভোট প্রচার করছেন বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। তিনি বলেন, বৃষ্টি থাকলেও যতটা সম্ভব বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছি ৷ লাগাতার বৃষ্টিতে ভোটপ্রচার ব্যহত হয়েছে বিজেপি প্রার্থীর ৷ বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, “সকালে বৃষ্টি মাথায় নিয়েই দিনহাটা শহরে প্রচার করেছি। পরে অবশ্য আর বেরোতে পারিনি ৷”
আগামী 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়েছে। এই জোর প্রচারের মধ্যে বুধবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে বিপাকে পড়েন প্রার্থীরা। বৃষ্টি ভোট প্রচারে বাধা হয়ে দাঁড়ায় ৷ যেহেতু বাকি মাত্র একসপ্তাহ, তাই বৃষ্টিকে উপেক্ষা করেই দিনহাটা-2 ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে সভা করেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। বৃষ্টি থাকায় কোনও বুথে বাড়ির বারান্দায় সভা করেন তিনি। আবার কোথাও ছাতা মাথায় নিয়ে প্রচার করেন।

Related Articles

Back to top button