MY CATAGORY

তান্ডবলীলার মাঝেই শ্রীরামপুরে বিদ্যুতপৃষ্ঠ হয়ে মৃত দুই।

বাংলায় ধ্বংসলীলা চালাল সুপার সাইক্লোন আমফান।দানব আমফানের দাপটে
চারিদিকে মৃত্যু মিছিল ও ধংশের খবর পাওয়া যাচ্ছে। হুগলি জেলার শ্রীরামপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বুধবার ঝড়ের তান্ডবলীলার মধ্যেই শ্রীরামপুরের বি. পি. দে. স্ট্রিট এলাকায় দুই জন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায় বলে খবর।পুলিশ সুত্রে খবর মৃত দুই জনের নাম উত্তম পাল(৩২) ও রাজেশ্বর পাল (২৩),উত্তমের বাড়ি শ্রীরামপুরের লাল বাহাদুর শাস্ত্রী এলাকায়, সে একটি স্থানীয় গ্রিল কারখানা কাজ করতো, লকডাউনের জন্য কারখানা বন্ধ থাকায় শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি সংস্থা থেকে খাবার বিতরন করা হয় সেখানে সে খাবার খেতে গিয়েছিল। বি.পি. দে স্ট্রিট থেকে ফেরার সময় রাস্তায় জমা জলে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া অংশে লেগেই তার মৃত্যু হয়।এদিকে
বৈদ্যবাঠি একটি বেসরকারি নামকরা অষুধের দোকানে কাজ করতো অপর একজন মৃত রাজেশ্বর পাল,তার বাড়িও লাল বাহাদুর শাস্ত্রী এলাকায়,কাজ শেষে সে বাড়ি ফিরছিলো, ঐ বি পি দে স্ট্রিট এলাকাতেই জমা জলে একই ভাবে বিদ্যুতপৃষ্ঠ হয়ে সেও ঘটনাস্থলেই মারা যায়।রাতেই পুলিশ এসে মৃত দেহ দুটিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। এভাবে আচমকাই একই এলাকায় দুজনের মৃত্যুর খবরে এলাকাজুরে শোকের ছায়া নেমেছে।

Related Articles

Back to top button