দূরদৃষ্টি

আধো আধো কথা বলা বিপিন বাবুরা নবমীর রাত কাটালেন শ্রীঘরে, হ্যাপি নো বোমি

 

 

“দুপুরে মাংস খাওয়া হয়েছে তো !তাই একটু হজমি খেয়েছি! ” নতুন জামা কাপড় পড়ে ড্রেনের পাশে অন্নপ্রাশনের ভাত বের করা অবস্থায় উত্তর দিলেন বৃদ্ধ! হাসলেন যে বড় ?? হলো হজমি গুলি শুনেছেন! জোয়ানের আরোক শোনেননি ? বয়স হয়ে গেলে মাংস খেলে একটু লাগে বৈকি!

ছেলেছোকরাদের অবশ্য অন্য অজুহাত! বিশ্বাস করুন স্যার! আমাকে এক বন্ধু জোর করে টেনে নিয়ে গেছে! বাড়িতে জানলে আর কোনদিন ঢুকতে পারব না স্যার! প্লিজ স্যার ক্ষমা করে দিন!
সন্ধ্যার পর থেকে এই রকমই নানান উঠে আসলো আজ। অতি বড় স্ত্রৈনও বউয়ের আঁচল ছেড়ে বন্ধুর হাতছানিতে সোজা বোতলের পাশে।

মজা করে খোশমেজাজে আড্ডা নবমীর অর্থাৎ নো বমীর অঙ্গীকার প্রাথমিক ভাবে থাকলেও তা রক্ষা হয় না শেষ পর্যন্ত। কোনদিন ছুয়ে না দেখা বন্ধুকে অনুপ্রাণিত করতে অন্য বন্ধুরা বদ্ধপরিকর। তাদের মতে স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, হোমিওপ্যাথি ওষুধেও এমনকি কাফ সিরাপেও!

বর্তমানে করোনা পরিস্থিতিতে অ্যালকোহল এর গুরুত্ব বোঝাতে খুব বেশি সময় লাগেনি বন্ধুদের। রঙিন পানীয় একটু পেটে পড়তেই পরিবার স্বজন সবটাই সাদাকালো ।

এরপর আধো আধো ভাষায় নানান প্রাসঙ্গিক বিষয় থাকে সরে যাওয়া অপ্রাসঙ্গিক বিষয়ে! ফকিরও হয়ে ওঠে রাজা, আবার অতি বড় কৃপণও দাতাকর্ণ হয়ে যান বিপিন বাবুর কারণ সুধায় ।

হারকিউলিস হয়ে যায় ব্রুসলি, জ্যাকি চ্যাং কেউবা পুজোমণ্ডপে জেনেটারের তালে তালে মাইকেল জ্যাকসন। চিন্তা চেতনা, পারিবারিক মান সম্মান সবটাই রাস্তার ধুলোয়! সূরা প্রেমীদের মতে এভাবেই বছরে দু’একদিন বাঁধনহারা হতে হয় মানসিক ট্রেস কমাতে! তাহলে যোগব্যায়াম প্রাণায়াম !

রাজনৈতিক প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব সামলানো মহিলারা…. থাক সেসব কথা। সেলিব্রেট নবমী ! বোর করোনা প্লিজ! লেটস চিয়ার্স!

বন্ধুত্ব প্রগাঢ় হওয়া, পুরনো বিবাদের মীমাংসা, বসকে খুশি করে প্রমোশন পাওয়া, ব্যবসার সুযোগ করিয়ে দেওয়া, সিনেমা জগতে চান্স পাইয়ে দেওয়া, সংগীতজগতের তাল সুর ঠিক রাখার প্রকৃষ্ট উদাহরণ নাকি এই পানশালা।‌

সে যাই হোক জনসাধারণকে খুশি রাখতে প্রশাসনিক অনেক দায়িত্ব সামলানোর মাঝেও এইরকম এক দিন একটু আধটু খেয়ে ফেলা গোবেচারাদের দায়িত্ব সহকারে নিয়ে শ্রীঘরে রেখে, পরের দিন সকালে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার মতন মহান কাজও করতে হবে তাদের।

কারণ তারা পাবলিক সার্ভেন্ট। নানান অপবাদ শুনেও প্রতিটা অনুষ্ঠান পরিবারের থেকে দূরে থেকে নিজেদের শখ সৌখিনতা কথা ভুলে নিয়মিত সেবা দিয়ে যাবেন।

Related Articles

Back to top button