আপনিও সাংবাদিক
সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে রক্তদান
করোনা আবহের মাঝে রক্তের সংকট মেটাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ব্লকের বিভীষণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত হল বৃহস্পতিবার।
এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুপ সুন্দর পন্ডা।জানা গিয়েছে,এদিনের রক্তদান শিবিরে প্রায় ৩৫জন পুরুষ ও ১৫ জন মহিলা রক্তদাতা রক্তদান করে।