অামফান দুর্যোগে ক্ষতিগ্রস্থ পান চাষীদের অনুদান প্রদান নিয়ে দলবাজি, স্বজনপোষণ।
পূর্ব মেদিনীপুর জেলায় অামফান দুর্যোগে ক্ষতিগ্রস্থ পান চাষীদের অনুদান প্রদান নিয়ে দলবাজি, স্বজনপোষণ, দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। জেলায় ১৯,০৬৭ জন পানচাষীকে মাথাপিছু ৫০০০ টাকা করে মোট ৯,৫৩,৩৫,০০০ টাকা(প্রায় ১০ কোটি টাকা) উদ্যান পালন দপ্তর বন্টন করেছে।ক্ষতিগ্রস্থ পানচাষীদের তালিকায় অনিয়ম -বেনিয়মের শেষ নেই।অাদৌ পানবরোজ নেই এমন অনেকেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্থ পানবরোজ মালিকদের বড় অংশের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।অামফান দুর্যোগ কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ পানচাষী অনুদান প্রাপকের সংখ্যা তুলনায় কম।অথচ অন্য এলাকায় ক্ষতিগ্রস্থ পান চাষীদের সংখ্যা তুলনায় অনেকে বেশি। প্রকৃত ক্ষতিগ্রস্হ পানচাষীদের তালিকায় অন্তর্ভুক্ত না করে বিভিন্ন ব্লকে কোটার ভিত্তিতে অনুদান প্রদান করা হয়েছে। মহিষাদল ব্লকে ২৭৮৬,রামনগর -১ ব্লকঃ২২৫৬,নন্দকুমার ব্লকঃ১৮৬০,নন্দীগ্রাম-২ঃ১৫১২,নন্দীগ্রাম-১ঃ ১০৯৬,ময়নাঃ ৮০৭,শহীদ মাতঙ্গিনী ব্লকঃ৯৯১,খেজুরী-২ঃ ১০৩৭ ইত্যাদি সংখ্যায় ব্লকে ব্লকে কোটা ভাগ করে দেওয়া হয়েছে। অথচ দেশপ্রাণ ব্লকে ৬২৩ জন,কাঁথি-৩ ব্লকে ৩৫ জন,কাঁথি-১ ব্লকে ৪৭৭ জন,এগরা-১ঃ৩৮৫,এগরা-২ঃ১৯০ জন করে খুবই কম সংখ্যক পানচাষীর নাম ক্ষতিগ্রস্থ অনুদান প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে অাবার তালিকার বড় অংশ অাদৌ পানচাষীই নন।অথচ প্রকৃত ক্ষতিগ্রস্থ পানবরোজ মালিকেরা অনুদান থেকে বঞ্চিত হয়েছেন। অামফান অনুদান কেলেংকারী অাগের সমস্ত রেকর্ড কে ছাপিয়ে গেছে। অামফান দুর্যোগে ক্ষতিগ্রস্থ পানচাষীদের সরকারী অনুদান প্রদান নিয়ে দলবাজি, স্বজনপোষন ও দুর্নীতি র তদন্তের দাবী তে রাজ্যের উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অাবদুর রেজ্জাক মোল্লা কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন জানান পানবরোজ অনুদান নিয়ে চূড়ান্ত অনিয়ম – বেনিয়ম হিমশৈলের চূড়া মাত্র। কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে অাসবে।