রাজ্য

দিব্যেন্দু অধিকারী পত্নী সুতপা, অসহায় শিশুদের পাশে

তমলুক সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়ের পত্নী মাননীয়া সুতপা অধিকারী মহাশয়।র উদ্যোগে আজ দেশপ্রাণ ব্লক এর 75 বছর সমাজ সেবায় যুক্ত সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত তপবন শিশু আবাসের আবাসিকদের জন্য COVID- 19 শিশুদের পাশে থাকার অঙ্গীকার হিসাবে ৬০টি প্যাকেটে খাদ্য সামগ্রী ও হাইজিন কিটস (চাল, ডাল, সোয়াবিন, বিস্কুট, লবন,হলুদ গুড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, সাবান,) ইত্যাদি আবাসের সুপারিনটেনডেন্ট মাননীয়া দিপালী নন্দী মহাশয়।র হাতে তুলে দেওয়া হয়। এই মহান উদ্যোগের জন্য সমিতির সাধারণ সম্পাদক মহাশয় শ্রীমতি অধিকারী মহাশয়। কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে তিনি যাতে আমাদের পাশে থাকেন এই কামনা করেন।

Related Articles

Back to top button