রাজ্য
সুন্দরবনে আদিবাসী পরিবারের হাতে “মাইক্রো সোলার ডোম”
আজ সুন্দরবন এর পাথরপ্রতিমা এলাকায় প্রায় ২০০ তপশিলী ও আদিবাসী পরিবারের হাতে “মাইক্রো সোলার ডোম” তুলে দিলেন “মেহেরপুর দিশারী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি” র সদস্য গন। ঝড় ঝঞ্জা কবলিত এলাকায় আপতকালিন বিকল্প আলোর একমাত্র অবলম্বন হয়ে উঠতে পারে এই সোলার বলে জানান সংস্থার সম্পাদক বিপ্লব হালদার। আই আই টি খড়গপুর ও দক্ষিন কলিকাতা ক্রীড়া সংস্কৃতি পরিষদের উদ্যোগে সুন্দরবনের দ্বীপাঞ্চল এলাকা গুলিতে এই মাইক্রো সোলার আগামীদিনে প্রতিটি বাড়িতে যাতে পৌঁছে দেওয়া যায় তার কথা ও বলেন।উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিজ্ঞান ও মডেল বিভাগের শিক্ষক তরুনকান্তি ময়রা সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অজয় কুমার দাস,বিশিষ্ট সমাজসেবী সেবাব্রত দাস(বাবাই),চিকিৎসক ডাঃ ঘোষ প্রমুখগন।