রাজ্য

আলমবাজারবাসীর মুখে হাসি ফোটালেন কাউন্সিলর পুষ্প রায়


ঝুম্পা দেবনাথ:আলমবাজার: লকডাউনের জেরে সকলেই গৃহবন্দি হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। করোনা আক্রান্তের কালো ছায়া প্রত‍্যেকটি সাধারণ মানুষকে গ্ৰাস করেছে। এই দুর্দিনে মানুষের মুখে হাসি ফোটালেন আলমবাজার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্প রায়। অভুক্ত মানুষদের কথা চিন্তা করেই তিনি এই অসহায় অবস্থায় মানুষদের হাতে তুলে দিলেন খাদ্যদ্রব‍্যাদি। তিনি এই নিয়ে ৬ বার অসহায় মানুষদের কাছে পৌঁছে দিলেন খাদ‍্যদ্রব‍্যাদি এবং তার সাথে তুলে দিলেন মাস্ক ও স‍্যানিটাইজার।
এছাড়াও তাঁর নিজস্ব তত্বাবধানে তাঁর ওয়ার্ডের ঘিঞ্জি অঞ্চলগুলিতে স‍্যানিটাইজ করেচলেছেন! আলমবাজারের কাউন্সিলর পুষ্প রায় জানান, তিনি নিরন্ন মানুষের পাশে থাকার জন্যই এই ত্রাণ পরিষেবার ব‍্যবস্থা গ্ৰহণ করেছিলেন। তিনি আরও জানান, শুধুমাএ খাবার বিলি করলেই হবে না, সাধারণ মানুষ যাতে সংক্রমণ থেকে রক্ষা পান, তার জন্যই ঘিঞ্জি অঞ্চলগুলিতে স‍্যানিটাইজ করার ব‍্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আলমবাজারবাসীর যে কোন অসুবিধায় তিনি মানুষের পাশে থাকবেন।

Related Articles

Back to top button