জেলা

মদ্যপ ছেলের ছুরির আঘাতে গুরুতর জখম হলেন মা।

ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চিত্রী গঞ্জ বাজার পাড়ার। যেমনটা জানা গেছে জাকির শেখ(৩৫) নামে এক যুবক প্রায় প্রতিনিয়ত নেশা ভান করে পাড়া-প্রতিবেশী সহ বাড়ির লোকের সঙ্গেও কোনো না কোনো বিবাদে জড়িয়ে পড়ত। শুধু তাই নয় বিবাদ চলাকালীন সময়ে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করার অতীত ইতিহাসও তার রয়েছে। যে কারণে এর আগেও সে জেল খেটে ছিল। জাকির স্থানীয় একটি জুট মিলে কাজ করে। গতকাল কাজ থেকে ফিরে সন্ধ্যাবেলায় ঠিক তেমনই ধারালো অস্ত্র নিয়ে বাড়ির বাইরে বার হচ্ছে দেখে মা রৌকোন নস্কর(৫৫) বাধা দেয়। তাতেই বাদানুবাদ হলে ছেলে, মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে দেয়। আশঙ্কাজনক অবস্থায় পাড়া-প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলে মায়ের গলায় আঠারোটা সেলাই পরে। পাশাপাশি মহেশতলা থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আজ ৩০৭ এবং ৩২৬ ধারায় মামলা রুজু করে আলিপুর কোর্ট এ পাঠিয়েছে।

Related Articles

Back to top button