রাজ্য
নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনা, মৃত এক ব্যক্তি
পূর্ব মেদিনীপুর ঃ পাঁশকুড়া ঃ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে এসে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই মৃত্যু হল এক জনের। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছোগ্ৰামে। জানা গিয়েছে, এ দিন সকালে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এসে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি।এই ঘটনার পর মৃত্যু হয় এক ব্যক্তির।এরপর ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।