জেলা

আমফান ঘূর্ণিঝড়ের ফলে অনেক জেলাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন

অামফান দুর্যোগ কবলিত এলাকায় পুকুর, খাল-বিল,মাঠ-ক্ষেতে জমা জলে গাছপালা, লতাপাতা, ঝোপঝাড় ও মরা মাছের পচনধরায় জল দূষিত হওয়ায় পাশাপাশি পরিবেশ দূষণ তীব্র অাকার ধারণ করেছে। বিশেষ করে বেশ কিছু জায়গায় পানীয়জলের নলকূপে দূষিত জল মেশায় জলদূষণ ভয়াবহ রূপ নিতে চলছে। অাবার অনেক জায়গায় নলকূপ বিকল হওয়ায় ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় সজলধারা এবং জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পানীয়জল সরবরাহের ব্যবস্হা বিকল থাকায় পরিশ্রুত পানীয়জলের সঙ্কট অনিবার্য হয়ে পড়েছে। গাছগাছালির বাজার দাম না থাকায় গাছ পরিষ্কার করার দিকে পঞ্চায়েতের কোন তাগিদ নাই বললেই চলে। গোদের উপর বিষ ফোঁড়ার মত বিস্তীর্ণ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সাপখোপের উপদ্রবের কোন কমতি নেই। দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১ ও ২, রামনগর -১ ও ২ প্রভৃতি অামফান বিধ্বস্ত ব্লকসমূহ সহ কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত ব্লকের বিভিন্ন এলাকায় জলদূষণ ও পরিবেশ দূষণের কারণে বিভিন্ন অসুখ -বিসুখ হওয়ার প্রবনতা বাড়তেই অাছে। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা শাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে নারেগা র মাধ্যমে পচে যাওয়া গাছপালা পরিষ্কার করা,এলাকাকে স্যানিটাইজ করা,ব্লিচিং পাউডার, চুন ও পটাশিয়াম পারম্যাঙ্গাানেট ইত্যাদির মাধ্যমে জল ও পরিবেশ দূষণ মুক্তকরন,পরিশ্রুত পানীয়জল সরবরাহের সুব্যবস্হা ও সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার অাবেদন জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন জানান জমা জল নিষ্কাশনের পাশাপাশি অাবর্জনার স্তূপ পরিষ্কার সুস্থ জনজীবনের জন্য অাশু জরুরী।

Related Articles

Back to top button