গ্রামের পাতায়
কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরে
পটাশপুরঃ কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের প্রতাপদিঘী বাজার এলাকায়। বৃহস্পতিবার সকালে প্রতাপদিঘী বাজারে এক ব্যক্তি কচ্ছপ বিক্রি করছিল বলে অভিযোগ। স্থানীয়রা খবর দেয় পটাশপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল বলেন, “তিনটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সেগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।” তবে এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।