রাজ্য

দ্য আর্ট অফ লিভিংয়ের অনুপ্রেরণায় বাঙালির গৌরব বাংলার শিল্প ও সংস্কৃতি প্রজেক্টের উদ্দেশ্য সকল শিল্পীদের একত্রী করণের প্রয়াস

সংবাদদাতা স্বপন দত্ত —- বিশ্ব খ্যাত যোগগুরু রবিশঙ্কর জির দ্য আর্ট অফ লিভিং পশ্চিমবঙ্গের অনুপ্রেরণায় তৈরী বাঙালির গৌরব বাংলার শিল্প ও সংস্কৃতির প্রজেক্ট টির উদ্দেশ্য হলো পশ্চিম বঙ্গের সকল শিল্পকলার উপর নির্ভরশীল ব্যক্তিদের একত্রিকরন। অর্থাৎ বাংলার সকল শিল্পী দের নিয়ে একই ছাদের তলায় আনার মত মহৎ উদ্দেশ্য এই প্রজেক্ট টির মাধ্যমে গ্রহণ করা হয়েছে। শিল্পী বাঁচলে বাঁচবে শিল্প , আর শিল্প বাঁচলে বাঁচবে দেশ এই উদ্দেশ্যে নিয়েই বাঙালির গৌরব বাংলার শিল্প ও সংস্কৃতি প্রজেক্ট টির পথ চলা।

খবুই সাধুবাদ দেওয়ার মত প্রজেক্ট গুরুদেব রবিশঙ্কর জির তৈরি দ্য আর্ট অফ লিভিংয়ের এই জনহিতকর কাজকর্ম। এই প্রজেক্ট এ কাজ করছে আর্ট অফ লিভিংয়ের বহু সদস্যবৃন্দ, তারা এই লক ডাউন পিরিয়ডে বিভিন্ন জেলায় যেমন বর্ধমান হুগলী ও বীরভূম জেলার বাউল লোক শিল্পী ও কীর্তন শিল্পী ,

শ্রী খোল বাদক মোট নব্বই জন কে খাদ্য দ্রব্য দিয়ে পাশে দাঁড়ালেন । প্রথমে পূর্ব বর্ধমানে এসে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সমাজ সচেতনের শিল্পী স্বপন দত্ত বাউলের অভাব ও কষ্টের দিনে তাকে খাদ্য দ্রব্য দিয়ে পাশে দাঁড়ালেন ।এবং বর্ধমান থেকেই হুগলী জেলার আরামবাগ এর কিছু মানুষকে খাদ্য দ্রব্য তাদের সদস্য বৃন্দের মাধ্যমে পাঠিয়ে দিলেন। দ্য আর্ট অফ লিভিংয়ের বাঙালির গৌরব বাংলার শিল্প ও সংস্কৃতি প্রজেক্ট এর সদস্য বৃন্দ তারপরই বীরভূমের শান্তিনিকেতনের খোয়াইয়ে এসে দুস্থ বাউল লোক শিল্পী ও কীর্তন শিল্পীও শ্রীখোলবাদক দের খাদ্যদ্রব্য দিয়ে তাদের পাশে বন্ধু হয়ে দাঁড়ালেন এই লক ডাউনে শিল্পীদের দুঃসময়ে ।

সকলেই এই কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন। এবং এই প্রজেক্ট এর সদস্য বৃন্দ সাধাণ মানুষ ও শিল্পীদের আর্ট অফ লিভিংয়ের শাস নিশ্বাস প্রণালী দেখান । তবে এটি কোনো সরকারি কার্যক্রম নয় সম্পূর্ণ ভাবে গুরুদেব রবিশঙ্কর জির দ্য আর্ট অফ লিভিংয়ের তৈরি প্রজেক্ট । সকল জাত ধর্ম বর্ন ভেদাভেদ নাকরে পশ্চিমবঙ্গের সকল শিল্পীদের একত্রিকরণ করা । বেসরকারি ভাবে শিল্পীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য অনেক দুস্থ শিল্পী বৃন্দ খুবই উপকৃত হলেন গুরুজী রবিশঙ্কর জির চরণে প্রনাম জানালেন।

Related Articles

Back to top button