একটি বিশেষ আবেদন
নিউজ সারাদিনের দূরদৃষ্টি পেজটি পাঠকের কলমের জন্য, পাঠকের নিজস্ব মতামতের জন্য কোন ভাবে দায়ী নয় নিউজ সারাদিনের কর্তৃপক্ষরা
সৌজন্যে—সোচ্চার(মানবাধিকার সংগঠনস)
সমস্ত এন জি ও রাজনৈতিক দলকে অনুরোধ অসহায় কোন পরিবারকে সাহায্যের ছবি দয়া করে ফেসবুকে পোষ্ট করবেন না।এমন অনেক পরিবার আছেন যারা অসহায় তাই বলে ভিখারি নয়।এরা কদিন আগেও সমাজে মর্যাদার সঙ্গেই জীবন যাপন করতেন।লক ডাউনের ফেরায় পরে এরা অসহায়।যাদের অনেকেরই এখনো কিনে খাওয়ার ক্ষমতা আছে।কিন্তু পরিবেশ পরিস্হিতির চাপে পড়ে কিছুই করতে পারছেন না।ব্যাঙ্কে টাকা আছে কিন্তু সেটা তোলার লোক নেই।আবার বাড়িতে বয়স্ক অসুস্হ্য মানুষ তাকে ছেড়েও বাইরে বেরিয়ে কিছু কিনে আনার মত উপায় নেই।এর উপর আছে লক ডাউন ভেঙে রাস্তায় নামার ফলে পুলিশী চোখ রাঙানি হয়রানির ভয়।এরা কেউ গরীব কিংবা একদম ভিক্ষারী ভাববেন না।খানিকটা অসহায় বলতে পারেন।অনেকেই ডেলি রোজগার করেন।তাদের সেই রোজগারটা বন্ধ।ফলে হাতের টাকা শেষ আবার কাজেও ফিরতে পারছেন না।এরকম পরিবারগুলোর অবস্হা আজ সবথেকে করুন।এরা না পারছেন লাইনে দাড়িয়ে হাত পেতে খাবার নিতে না পারছেন নিজে কিনে খেতে।যেখানে এমন অনেকে আছেন মাত্র দু এক কেজি চাল ডাল আলু দিয়ে সেলফি তুলছেন,ক্যামেরায় ভিডিও করে তা সোস্যাল নেট ওয়ার্কে পোষ্ট করছেন।দয়া করে এটা করবেন না।মনে রাখবেন করোনা ভাইরাস কোনো জাত দেখে,শ্রেণী চরিত্র দেখে কিংবা গরীব বড়লোক দেখেয় কারোর ঘরে ঢুকবে না।এই দিক থেকে আমরা আজ সবাই কিন্তু অসহায়।সুতরাং লক ডাউনের এই বাজারে যে ব্যাক্তিগত প্রপাগান্ডা করে নিজেকে হীরো করতে চাইছেন ভগবান না কারুন আগামী দিনে যে তাকেও এই অবস্হাই ফেস করতে হবে সেটা কি ভাবে বুঝবেন?সুতরাং এই বিষয়টা সজাগ থেকে সবাই সমাজ সেবা করুন।আসুন আমরা সবাই হয়ে উঠি একে অপরের জন্য।