অরণ্য সপ্তাহ পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হলদিয়া শাখা ।
হলদিয়া :: বিভিন্ন ধরনের চারা গাছ রোপন করা হলো । সাম্প্রতিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ।কেউ উপড়ে পড়ে গেছে,কেউ একটু হেলে আজও দাঁড়িয়ে আছে জীবিত অবস্থায়। আবার কেউ কেউ উপড়ে গিয়েও বেঁচে আছে।সমগ্ৰ হলদিয়া জুড়ে একই ছবি।শুধুই একটু সাহায্য চায়!হ্যাঁ সাহায্য চায় মানুষের কাছে।তারা বাঁচতে চায়,তারা বাঁচাতে চায়।হলদিয়ায় ঝড়ে সবুজ ক্ষতির পরেও আজও যে সব গাছ বেঁচে আছে সেগুলোকে রক্ষা করতে হবে।অসাধু মানুষদের হাত থেকে তাদের প্রাণ বাঁচাতে হবে বলে জানাচ্ছেন হলদিয়ার পরিবেশ প্রেমিকরা।
বীর শহীদ জাওয়ানদের শ্রদ্ধা জানাতে,হলদিয়ার পরিবেশ সামঞ্জস্য রাখতে ,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হলদিয়া শাখা , সকাল থেকেই হলদিয়ার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন,ক্লাব ও পরিবেশ প্রেমিকদের নিয়ে সাম্প্রতিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমপানের তান্ডবে ধ্বংশ হয়ে যাওয়া সবুজ ফেরাতে নতুন করে সবুজায়নের লক্ষ্যে গাছ লাগায়।সকালে হলদিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে চারা গাছ রোপণ করলেন ।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়ার ভারপ্রাপ্ত মনীন্দ্রনাথ গায়েন, প্রেমিক শিক্ষক প্রাণনাথ শেঠ, কবি মতিলাল দাস , সমাজসেবী শিবনাথ সরকার প্রমূখ ব্যক্তিত্বরা ।
নারকেল,সুপারি,মহানিম,দেবদারু,লেবু, পেয়ারা সহ প্রভৃতি গাছ রুপন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা ।