জেলা

হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ কর্মসূচী সিপিআইএমের

খেজুরী-২ ব্লকে র বারাতলা অঞ্চলের বারাতলা গ্রামের সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যাকে গত ৪ ঠা জুলাই গভীর রাতে বাড়ী তুলে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের অাশ্রিত দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করে। বাড়ীর অনতিদূরে বামুনচকের জঙ্গলের ভিতর থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে অাসে।ময়নাতদন্তের সময় সিপিঅাইএম নেতা হিমাংশু দাস, মামুদ হোসেন সহ স্হানীয় নেতৃত্ব দারুয়া হাসপাতালে উপস্থিত থেকে পরিবারবর্গ কে সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল সারা জেলা জুড়ে সিপিঅাইএম -এর অাহ্বানে গতকাল ২৫ টি ব্লক ও ৫ টি পৌরএলাকায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ কর্মসূচী রূপায়িত হয় বলে জানিয়েছেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন। সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস জানান সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবীতে জেলা বামফ্রন্টের অাহ্বানে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচীর অংশ হিসাবে অাগামী ৯ ই জুলাই, বৃহস্পতিবার, সকাল ১০ টায় জনকায় খেজুরী থানায় অবস্হান ও বিক্ষোভ কর্মসূচী অায়োজিত হবে।সিপিঅাই এম নেতা মামুদ জানান বিক্ষোভ কর্মসূচী তে উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান, বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী, জেলা বামফ্রন্টের অাহ্বায়ক নিরঞ্জন সিহি, রাজ্য নেতা হিমাংশু দাস প্রমুখ নেতৃবৃন্দ। সর্বস্তরের গনতন্ত্র প্রিয় মানুষকে প্রতিবাদ কর্মসূচী তে সামিল হওয়ার অাবেদন জানিয়েছেন জেলা বামফ্রন্টের অাহ্বায়ক নিরঞ্জন সিহি।

Related Articles

Back to top button