জেলা
চিত্র শিল্পের মাধ্যমে ঘরে থাকার আহ্বান দিঘাতে
সরকার কর্তৃক ঘোষিত পূর্ব মেদিনীপুর র এগরা রেড জোন কিন্তু সচেতনতা অভাব কোথাও কোথাও বিশেষ ভাবে দেখা দিচ্ছে
তাই আর এক বার মানুষকে সচেতন করতে
মানুষকে ঘরে থাকতে এছাড়া ব্যাঙ্ক অনান্য স্থানে অযথা ভিড় এড়িয়ে চলার অনুরোধে র উপায় হিসেবে বেছে এগরা উই কেয়ার বেছে নেয় পথ চিত্রের মাধ্যম কে। এগরা দীঘা মোড়, ব্যঙ্ক সংলগ্ন এলাকাতে প্রথম ধাপে পথ চিত্রের কাজ সম্পূর্ণ হলো সহযোগিতা র হাত বাড়িয়ে দেয় এগরার বিখ্যাত চিত্র শিল্পী সোমনাথ তামিলী মহাশয়। সংস্থা র পক্ষ থেকে জনসাধারণের কাছে একটাই অনুরোধ লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন, ভিড় এড়িয়ে চলুন