জেলা
আচমকা দুর্বল ক্যানেলের পাড় ভেঙ্গে জলে প্লাবিত
উত্তম দে, জয় পুর, বাঁকুড়া
আজ বাঁকুড়ার জয় পুর এর মায়না পুর গ্রাম পঞ্চয়েতের জরকা গ্রামের মধ্য দিয়ে চলছে কংসাবতী ক্যানেল।
আমন ধানের সেচের জল চলছে। আচমকা দুর্বল ক্যানেলের পাড় ভেঙ্গে জলে প্লাবিত হতে থাকে। ঘটনা টি ঘটেছে আজ ভোর ৫.৪৫ মিনিট নাগাদ।
এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যায়। বেশ কয়েক টি গ্রাম প্লাবিত হয়েছে।ঘর, দোকান জলের তলায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছে।
ক্যানেলের বসুদেব পুরে গেট বন্ধ করা হয়েছে জয় পুর পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে যাতে নতুন করে আর জল গ্রাম গুলিতে প্রবেশ করে প্লাবিত না হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি র আশঙ্কা করছে গ্রামবাসীরা।