বুবুন বন্দ্যোপাধ্যায় করোনা আবহে সৌভ্রাতৃত্বের বার্তা
ঝুম্পা দেবনাথ
কালীঘাট:— গোটা বিশ্ব যখন করোনার থাবায় বিপর্যস্ত, হাহাকারে মেতে উঠেছে মানুষ, সেই থাবা থেকে বাদ যায়নি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ও। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসের মারণ থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সবার আগে লকডাউন ঘোষণা করে করোনা পরীক্ষার ব্যাবস্থা করেন এবং সেই সাথে খাদ্যাব্যবস্থার সচ্ছল রাখতে বিনামূল্যে রেশন দেবার ও ঘোষণা করেন। সেই সাথে সাথে সব ব্যাবস্থা ঠিকঠাক চলছে কি তা তদারকি করতে কখনো যান রেশন দোকানে আবার কখনো হাসপাতালে। ঠিক সেই ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অার্দশ কে পাথেয় করে দলের ত্রকজন সাধারণ কর্মী হিসাবে সৎ প্রচেষ্টার মাধমে সাধারণ মানুষের ব্যথায় ব্যথিত হয়েছেন ক্রীড়াজগতের স্বনামধন্য ব্যক্তি বুবুন বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন।আমরা আগের বছর গুলোতে যদি দেখি “খেলাশ্রী” পুরস্কারের ভূষিত রাজ্য ক্রীড়াজগতের তরফ থেকে ক্রীড়াবিদদের সম্মানিত করতে ,আবার কখনো আই লীগ জয়ীদের সম্মান জানাতে। কখনো উপস্থিত থাকেন টালিগঞ্জের সাহানগর স্কুল মাঠে টালিগঞ্জ শান্তি আশ্রম ব্যায়ামগার আয়োজিত বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ “মানিক বোস মেমোরিয়াল ট্রফি ২০২০” – র আসরে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন। আবার কখনো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে মঞ্চ ভাগ করে নিতে দেখতে পেয়েছি বুবুন বাবুকে। এইভাবে তাঁর বিগত বছরগুলি কেটেছে।
কিন্তু এই বছরের সম্পূর্ণ অন্যরকম চরিত্রে দেখছেন পশ্চিমবঙ্গের মানুষ। লকডাউনের পর সাধারণ মানুষের ব্যাথায় তিনি ছুটে গেছেন তাদের কাছে। করোনা ভাইরাস রুখতে নিজ নিজ এলাকা পরিস্কারের উদ্দেশ্যে তিনি পুরসভার কর্মীদের সাথে কোমর বেঁধে হাতে হাত লাগিয়ে মিলিয়ে সেই কাজকে করে চলছেন। আবার কখনো তিনি ময়দানে মালিকদের হাতে তুলে দিয়েছেন খাবার সামগ্ৰী। বস্তির মানুষদের কষ্ট- দুঃখ ও তাঁকে ব্যথিত করেছে, তাই তিনি ছুটে গেছেন শিবশক্তি হরিজন বস্তিতে। এই ঘিঙজি বস্তিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষেরা মাস্ক ব্যবহার করছেন না। তাই নিজ উদ্যোগে বুবুন বাবু বস্তি স্যনেটাই করলেন এবং সেই বস্তিবাসীদের হাতে মাস্ক ও স্যনেটাইজার তুলে দিয়ে বস্তিবাসীদের
সবসময় মাস্ক ও স্যনেটাইজার ব্যবহার করার জন্য সর্তক করলেন। এছাড়াও তিনি প্রতিটি ক্লাবের তাঁবুতে ঘুরে ঘুরে সাধারণ মানুষর কাছে পৌঁছে দিয়েছেন চাল , ডাল ও ডিম। বুবুন বাবু শুধু মানুষের কথাই নয় সারমেয়দের কথা ও ভেবেছেন। লকডাউনের জেরে মানুষ বাইরে না থাকায় খাবার পাচ্ছে না সারমেয়রা। বুবুন বাবু সেই দিকে নজর দিয়ে খাবার দিয়েছেন তাদের। বুবুন বাবুর সঙ্গে আমরা কথা বলে জানতে পারি, উনি জানান আমাদের
আমরা আজ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে লক্ষ লক্ষ মানুষ আজ আক্রান্ত, মৃত্যু মিছিল অব্যাহত। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষেকে সুস্থ রাখার ব্যাপারে প্রতিজ্ঞবদ্ধ। রাজ্য সরকার এক আদেশ জারি করে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের সকলেরই উচিত সেই পদক্ষেপ মেনে চলে নিজেদের এবং অন্য সকলের সুস্থতা বজায় রাখা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা সংগে দিয়ে দিলাম। আসুন আমরা সকলে সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করে করোনা ভাইরাসের মারণ থাবা থেকে নিজেরা রক্ষা পাই এবং অন্যদের রক্ষা করি। গুজবে কান না দিয়ে সরকারের নির্দেশিকা মেনে চলুন, অত্যাবশ্যকীয় সব জিনিসের কোনও ঘাটতি নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির পর্যালোচনা করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন। আসুন আমরা সকলে তাঁর হাত শক্ত করতে এগিয়ে আসি, বাংলাকে বাঁচাতে তাঁর এই প্রয়াসকে সার্থক করে তুলি।কালিঘাট সংলগন বস্তিবাসীদের মুখ থেকে আমরা জানতে পারি ,তিনি গতকাল স্পোর্টস লাভার্স এ্যসোসিয়েশনের পক্ষ থেকে গোটা অঞ্চলটিকে স্যনেটাই করেন এবং বস্তিবাসীদের হাত মাস্ক ও স্যনেটাইজার তুলে দিয়েছে।প্রশাসনের নিয়মবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা মেনে চলার ও পরামর্শ দিয়েছেন বুবুন বন্দ্যোপাধ্যায়। —