জেলা

নবদ্বীপে বাইক দুর্ঘটনায় আহত যুবক


শ্যামল রায়, নবদ্বীপ:নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাঁধরোডে বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন এক বাইক চালক। শুক্রবার নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে জখম যুবকের নাম দীপঙ্কর ঘোষ বয়স ৩২। বাড়ি নবদ্বীপ থানার ঘোষপাড়া।আরো জানা গিয়েছে যে বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবক পূর্ব বর্ধমানের নাদানঘাট থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ ওই বাইক চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে বাধ রোড এলাকায় একটি পিলারের সাথে জোর ধাক্কা লাগায়। ঘটনাস্থলেই মারাত্মকভাবে জখম হন ওই যুবক। এলাকার মানুষ জানতে পেরে ওই যুবককে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি নবদ্বীপ থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Related Articles

Back to top button