জেলা

লকডাউনে নজরদারি, বাইকে রাশ টানতে মার্কিং শুরু করলো নারায়ণগড় পুলিশ প্রশাসন।

প্রদীপ কুমার মাইতি:মারণরোগ কোভিড 19 প্রতিরোধে সারা দেশ জুড়ে ডাকা হয়েছে লকডাউন। আর এই লকডাউন মানাতে প্রতিদিন নানা ধরণের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সাধারণ মানুষ কে সচেতন করা সহ আইনি ব্যবস্থা নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। অরেঞ্জ জোনে থাকা পশ্চিমমেদিনীপুরে একসাথে ৭ জনের করোনা পজিটিভ খবর আসার পর আরও সক্রিয় হয়েছে প্রশাসন।লকডাউনে প্রতিদিন নানা কাজের বাহানায় নিয়ম ভাঙতে শুরু করেছে বাইক আরোহীরা। রবিবার নারায়ণগড় থানা লকডাউনে কড়াকড়ি ভাবে ঐ সমস্ত বাইকে রাশ টানতে শুরু করলো নজরদারি।এদিন থানার বিভিন্ন এলাকায় বাইক গুলিতে মার্কিং করতে শুরু করে। সমস্ত বাইকগুলিতে মার্কার পেন দিয়ে তারিখ লিখে দেওয়া হয়। একইসঙ্গে তাদের এক সপ্তাহ সেই সমস্ত বাইক বের করায় নিষেধাজ্ঞা জারি করে নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন। এর ফলে যথেচ্ছ ভাবে নিয়ম ভেঙ্গে বাইক ব্যবহারে রাশ টানা যাবে বলে দাবী প্রশাসনের। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সাথে জড়িতদের। আর এই অভিনব উদ্যোগে খুশি নারায়ণগড় থানার বাসিন্দারা।

Related Articles

Back to top button