কলকাতা

বরানগর পৌরসভার সাভাই কর্মীদের সম্বোধনা দিয়ে উৎসাহিত করলেন শ্রীমতি আলপনা নাহা


ঝুম্পা দেবনাথ,বরানগর: করোনা মোকাবিলায় লকডাউনের জেরে সারা বিশ্ববাসীর মতো পশ্চিমবঙ্গবাসীও গৃহবন্দি হয়ে রয়েছেন। করোনা নামক মহামারী থেকে রাজ‍্যবাসীকে সুরক্ষিত রাখতে পশ্চিমবঙ্গ রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মুখ সফরে নেমেছেন। করোনা থেকে বাঁচতে যেমন দরকার গৃহবন্দি থাকা তেমনি দরকার রাস্তাঘাট পরিস্কার রাখা। ঠিক সেই চিএ ধরা পড়েছে বরানগর পৌরসভা এলাকায়।বরানগর পুরসভা অঞ্চলের সাফাই কর্মীরা নিষ্টাভবে রাস্তাঘাট পরিস্কার রাখছেন। লকডাউনের সময় সাফাই কর্মীদের কাজের প্রতি এই নিষ্টাভাবকে সম্বোধন দিয়ে উৎসাহিত করলেন বরানগর পৌরসভার পৌরপারিসত সদস্য শ্রীমতি আলপনা নাহা। গত শনিবার ৩৫ জন সাফাই কর্মীদের হাতে পুস্পস্তবক তুলে দেন বরানগর পৌরসভার পুরমাতা শ্রীমতি আলপনা নাহা। এছাড়াও তিনি সাফাই কর্মীদের হাতে মিষ্টির প‍্যাকেট ও সাবান তুলে দেন।বরানগর পৌরসভার পৌরপারিসত সদস্য শ্রীমতি আলপনা নাহা-র সাথে আমরা কথা বলি, উনি আমাদের জানিয়েছেন যে, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় যে পথের রূপরেখা তৈরি করেছেন তা সত্যিই নিদর্শন হয়ে থাকবে। মুখ‍্যমন্ত্রীর দেখানো পথকে পাথেয় করে তিনি ও সাফাই কর্মীদের পাশে এসে দাঁড়ালেন।তিনি আরো জানান স্বাস্থ্য কর্মী, নার্স যেমন জীবনপন লড়াই করে কাজ করছেন, তেমনি সাফাই কর্মীরাও করোনা মোকাবিলায় কাজ করে চলেছে। সাফাই কর্মীদের উৎসাহিত করার জন্য ই তাঁর এই ছোট প্রয়াস।২৬ নং ওয়ার্ডের পক্ষ থেকে আলপনা নাহা আরও বলেন, সাফাই কর্মীরা যেমনভাবে নিষ্টাভরে স‍্যানিটাই, রাস্তা পরিস্কার করেছেন তাতে তিনি সাফাই কর্মীদের সম্বোধনা দিতে পেরে ধন্য হয়েছেন।আমরা একজন সাফাই কর্মীর সাথে কথা বলি উনি আমাদেরকে বলেন, শ্রীমতি আলপনা নাহা সম্বোধন দিয়ে যেভাবে উৎসাহিত করলেন, তাতে প্রত‍্যেকটি সাফাইকর্মীই খুবই আপ্লুত।

Related Articles

Back to top button