বরানগরের অভুক্ত মানুষের মুখে খাদ্যদ্রব্যাদি তুলে দিলেন অমর পাল
নিজস্ব প্রতিনিধি,দেবব্রত কোঁচ বরানগর: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মুখ সফরে নেমেছে। বীরসৈনিক মুখ্যমন্ত্রীর পথকে পাথেয় করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন বরানগর পৌরসভার পৌরপিতা অমর পাল। অভুক্ত মানুষের মুখে রান্না করা খাদ্যদ্রব্যাদি তুলে দেওয়ার আশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অধ্যাপক সৌগত রায় ও বিধায়ক তাপস রায়ের সহযোগিতায় এবং বরানগরের পৌরপিতা অমর পালের ব্যবস্থাপনায় ২৬শে এপ্রিল অক্ষয় তৃতীয়া আর দিন এক ত্রান পোরিসেবার আয়োজন করলেন এবং ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত তুলে দেওয়া হয় রান্না করা খাদ্যদ্রব্যাদি সাধারণ মানুষের হাতে। আমরা পৌরপিতা অমর পালের সাথে কথা বলি। উনি জানান, লকডাউনের ফলে রোজগার হারানো সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য এই কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে। রান্না করা খাবার পকেটিকরন করে বরানগর পৌরসভার ৩৩ নং ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দরা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এই প্রকল্প চলছে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে। তিনি আরও জানান জাতি, ধর্ম নির্বিশেষে অসহায় মানুষের দুর্দিনে এইভাবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।