বরানগরবাসীর দুর্দিনে সহযোগিতায় এগিয়ে এলেন বরানগরের পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্য
ঝুম্পা দেবনাথ-বরানগর: লকডাউনের পর থেকে গৃহবন্দি অবস্থায় কাজের অভাবে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেক মানুষ রোজগারের অভাবে অভুক্ত হয়ে জীবনযাপন করছেন। নিরন্ন মানুষের এই দুঃখ কষ্টের কথা ভেবে বরানগর পৌরসভার পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্যের উদ্দ্যোগে বরানগর ১ নং ওয়ার্ডের শচীন সেন শীতলা মাতা সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে রান্না করা খাবার। এই ত্রাণ পরিষেবার মূল উদ্দ্যোগতা বাবলু সানা ও পৌরসভার পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্য। গত রবিবার প্রায় ১০০০ মানুষের হাতে তুলে দেওয়া হল রান্না করা খাবার। লকডাউনের পর থেকেই এই কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে।
আমরা পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্যের সাথে কথা বলে জানতে পারি যে , লকডাউনের পর থেকে এই সমিতির মাধ্যমে তিনি অনেক নিরন্ন, অসহায় মানুষের মুখে তুলে দিয়েছেন রান্না করা খাদ্যদ্রব্যাদি। এছাড়াও তিনি আরও জানান, যেসমস্ত অসহায় মানুষ মাস্ক ও স্যানিটাইজার কিনতে পারছেন না, তাদের কাছে পৌঁছে দেন মাস্ক ও স্যানিটাইজার। তিনি আরও জানান , বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়াছেন, তিনি শুধু তাঁর নির্দেশ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন। এই দুর্দিনে তিনি সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।