জেলা

বর্ধমান ফুডিএস ক্লাব কোভিড পেসেন্টদের সকল রকম সাহায্য করার অনুমতি পেলো সদর থানার আইসির কাছে

স্বপন দত্ত -বর্ধমান থানায় আজ এপ্লিকেশন দেয়া হলো।এবং সাথে সাথেই আমরা সুযোগ পেলাম আইসি স্যার এর কাছ থেকে।
আগামীকাল থেকে এই শহরে যত কোভিড পেশেন্ট আছেন,তাদের বাড়ির লোক এবং পাশের বাড়ির লোক আছেন, অর্থাৎ যারা যারা হোম আইসলেসন এ আছেন,কোয়েরেন্টিন এ আছেন এবং গৃহবন্দী হয়ে আছেন,তাদের প্রত্যেক কে বাজার এবং মুদিখানা পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।অনেক সময় দেখা যাচ্ছে কারোর বাড়ি তে কেউ কোভিড পজিটিভ হলে পাড়ার লোক তাকে বয়কট করছেন,বা তার বাড়ি তে খাবার টুকু ও পৌঁছে দিচ্ছেন না।অনেক সময় দুর্ব্যবহার ও কটু কথাও পাচ্ছেন অনেক।এগুলো খুব ই দুর্ভাগ্যজনক।আমরা আজ থেকে দায়িত্ব নিলাম এই সকল পরিবার গুলোর যারা বাঁশের বেড়া র পিছনে আছেন।প্রত্যেকে যাতে খাবার পান তার ব্যবস্থা করবো আমরা।আমাদের যেকোনো এডমিন কে ফোন,হোয়াটসআপ বা ফেসবুকে মেসেজ করে দেবেন।তাহলেই হবে।আমরা পৌঁছে দেব আপনার বাড়ি তে প্রয়োজনীয় রেশন।
ফোন করুন এই নম্বরে

Mainak Mukherjee : 7908520297
Arit Sikdar : 7908030071
Debjit sinha 9333388064
Nilakshi sinha 8373802320
Ram Sarkar : 6294300167
Siddhartha Goswami:8537827788
Surojit Dhar : 9002684920
Sanjib Kapuriya: 9339762596
Anis Chakraborty : +919733871202

আমাদের পার্টনার হিসাবে আজ আমরা পেলাম টিম আনাজ কে।ওনারা সারা বছর হোম ডেলিভারি করে থাকেন বাড়ি তে বাড়ি তে বাজার,মুদিখানা মাছ মাংস সব।ওনারা আজ থেকে আমাদের ডেলিভারি পার্টনার হিসাবে থাকবেন।ওনাদের সকল ডিটেলস পরের পোস্টে এটাচ করে দেব।আপনারা যে কেউ বাড়ি তে বসে এই সুবিধা পেতে পারেন।
তাই আপাতত ঘরে থাকুন।ভালো থাকুন।
কারোর কোনো সমস্যা হলে আমাদের জানান।
শুধুমাত্র বর্ধমান শহরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button