বর্ধমান গোলাহাট কন্টেনমেন্ট জোনে করোনা ও লক ডাউন নিয়ে স্বপন দত্তর বাউলগানে সচেতন
বর্ধমান গোলাহাট কন্টেনমেন্ট জোনে করোনা ও লক ডাউন নিয়ে স্বপন দত্তর বাউলগানে সচেতন ।।।।।।।।। পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন গতকালই বর্ধমানের পৌরসভার পাঁচ টি এলাকা যেমন রামকৃষ্ণ রোড, নুন গোলা , রাজগঞ্জ , গোলাহাট ,ও বড় নিলপুর বট তলা কে কন্টেন্টমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেন । যে সমস্ত এলাকায় করোনা হয়েছে সেই সমস্ত এলাকাকেই কন্টেন্টমেন্ট জোন ভাগ করা হয় । এই কন্টেন্টমেন্ট জোনে নতুন করে আজ থেকে লক ডাউন আনা হচ্ছে । সেই খবর শুনেই পূর্ব বর্ধমানের করোনা যুদ্ধের সৈনিক নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকের বাউলশিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত গোলাহাটের পথে পথে নেমে পড়েন একতারা কোলডুগি নিয়ে।। স্বপন দত্ত বাউল নিজেই গান লিখে সুর করে কোলডুগি একতারা বাজিয়ে আজ পূর্ব বর্ধমানের গোলাহাট কন্টেন্টমেন্ট জোন এলাকায় ঘুড়ে ঘুড়ে বাউলগানে ও বক্তব্য রেখে মানুষকে বোঝান যে নতুন লক ডাউন বিধি সকলেই মেনে চলুন । গানে গানে বর্ধমান পৌরসভার পাঁচ টি কন্টেন্টমেন্ট জোন রামকৃষ্ণ রোড , নুন গোলা, রাজগঞ্জ , গোলাহাট , বড় নীলপুর বট তলা এলাকা বাসীদের উদ্দেশ্যে নাম উল্লেখ করে করে গানে গানে লক ডাউন আইন মানতে বলেন। স্বপন বাউল বলেন যেহেতু করোনা ভাইরাসের এখুন ও কোনো ওষুধ বেড়োয় নাই তাই সকলকেই সাবধানে থাকতে হবে প্রত্যেকে মুখে মাক্স পড়ুন। একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। বর্ধমানের পাড়ায় পাড়ায় ও রাস্তার মোড়ে মোড়ে সকলেই দলবেঁধে মুখে মাক্স না পড়ে গল্প করছে । মানুষকে বার বার স্বপন বাউল বলা সত্বেও শুনছেন না ।কিন্তূ স্বপন বাউল গান গাইতে গাইতে তার বক্তব্যে বার বার বললেন যে নতুন লক ডাউন আজ বিকাল 5 টা থেকে শুরু কেউ বাড়ির বাইরে বেরুবেন না । কোনো যানবাহন চলবে না । বাইরের লোক ঢোকা ও ভিতরের লোক বাইরে বেরুনো নিষেধ । সকলেই মুখে মাক্স পড়ুন । কেউ কোথাও জমায়েত করবেন না । কন্টেন্টমেন্ট জোনে লক ডাউন আইন ভঙ্গ করলে আইন কাউকে ছেড়ে দেবে না । সুতরাং করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে কন্টেন্টমেন্ট জোন গুলিতে মানুষ সতর্ক হোন । সাবধানতা অবলম্বন করুন নিজে বাঁচুন অপরকে বাঁচান । করোনা মহামারী থেকে বাঁচতে শুধুমাত্র দেশের ও রাজ্যের সরকার সচেতন হলে চলবে না দেশের ও রাজ্যের প্রতিটি মানুষকেই সচেতন হতে হবে। সরকার ও জনগণ একসঙ্গে সচেতন হলে তবেই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। এখুন ও যদি মানুষ সচেতন হন কন্টেন্টমেন্ট জোন এলাকার মানুষ তা হলেও করোনা ছড়াবে না সুতরাং সুস্থ ও সুরক্ষিত থাকতে গেলে কন্টেন্টমেন্ট জোনে নতুন লক ডাউন বিধি আইন মেনে সকলেই জেলা প্রশাসনের পাশে দাঁড়ান স্বপন বাউলের এই আবেদন।।