বারাইপুর জেলা পুলিশ সুপার এর উদ্যোগে স্বাস্থ্য শিবির।
দক্ষিণ চব্বিশ পরগনা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারুইপুর পুলিশ জেলার SP রশিদ মুনির খানের উপস্থিতিতে সমস্ত স্তরের পুলিশের স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হলো। বারাইপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে, এই সচেতনতা শিবির আয়োজন করেন বারুইপুর পুলিশ জেলা চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটি এবং ডি এ ওয়াই।এই স্বাস্থ্য শিবিরে পুলিশ ছাড়াও সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।কয়েকদিন যাবত এই স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে জানা গেছে এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। তবে পুলিশ জনসাধারণের বন্ধু এবং পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থাকে, সেটা জেলা পুলিশ সুপার রশিদ মনির খান জেলাবাসীকে প্রতিনিয়ত দেখিয়েই চলেছেন আমাদের চক্ষুড়ালে বিভিন্ন কাজের মাধ্যমে । এছাড়াও তিনি এই করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে জেলার কোনো অসহায় দরিদ্র পরিবার যাতে কেউ না খেয়ে মারা যায় তারদিকে সর্বদাই নজর রেখে চলেছেন বিভিন্ন থানার সহযোগিতার মাধ্যমে। দরিদ্র ও অসহায় পরিবারকে চাল,ডাল বিতরণ করছেন অনবরত। এমনকি রাস্তায় বা ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষগুলোর প্রতি তিনি সর্বদাই খাদ্য জুগিয়ে চলেছেন। জেলাবাসী আজ গর্বিত এই রকম একজন দায়িত্ববান, সৎ ও সাহসী পুলিশ শুপার পেয়ে। স্বাস্থ্য শিবিরে ,বারুইপুর পুলিশ জেলার প্রশাসনের আধিকারিক সহ কর্মচারীদেরকে স্বাস্থ্য চেকআপ এর সঙ্গে সঙ্গে সচেতন করা হয়। এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন SP রশিদ মুনির খান, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বাসু সহ অন্যান্য পুলিশ কর্তারা। এছাড়াও চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রসেনজিৎ মিস্ত্রি, বিখ্যাত সংগীতশিল্পী সিধু সিদ্ধার্থ, বারাইপুর পুলিশ জেলার বিশিষ্ট ডাক্তারবাবু ও প্রশাসনের লোকজন।