বাউলগানে ভিক্ষালব্ধ অর্থে দুস্থ মুসলিম ভাই বোনদের ইফতার খাদ্য দ্রব্য দিলেন স্বপন বাউল ।
সংবাদ দাতা: —- পবিত্র রমজান মাসে পথে পথে বাউলগানে ভিক্ষা করে সম্প্রিতির বার্তা দিয়ে টাকাপয়সা সাহায্য তুলে ১৩ ই মে বুধবার ২০২০ বর্ধমানের বি সি রোড মসজিদ সংলগ্ন পাকমাড়া লেনে, পঁচিশ জন দুস্থ মুসলিম মা বাবা ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী লাচ্চা সিমুই , মুড়ি , চিড়ে ভাজা, বিস্কুট , চেনাচুর , নানারকম ফল ও মিষ্টান্ন তুলে দিলেন সম্পূর্ণ নিজের উদ্দোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন । এবং সম্প্রতির বার্তা দিলেন পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহুমুখী প্রতিভাবান শিল্পী ও নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সমাজ সচেতনের লোক শিল্পী বাউল স্বপন দত্ত ।। তিনি তার নিজের লেখা সুরে বাউলগানে বলেন যে আমাদের মনটা হোক অনেক বড় আকাশের মতন । সারা পৃথিবীটা একটাই দেশ , সবাই আমার আপনজন ।। গানে গানে এটাও বলেন জাত পাতের ভেদাভেদ ভুলে যাবো ধর্মের ভেদাভেদ ভুলে যাবো । সবার উপর মানুষ সত্য , দেখি মানুষের মাঝে মানুষ রতন।। স্বপন বাউল এক হিন্দু ভাই হয়ে মুসলিম ভাইবোনদের সকলকেই আপনজন করে নিলেন ইফতার খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে ।। এবং তার এই সমাজ সচেতনের গানে বহু মানুষ সম্প্রতির বার্তা পেয়ে সকলেই সাধুবাদ জানায় স্বপন বাউলকে । বড়বাজার মসজিদের কাছেই পাকমারা গলিতে এই স্বপন বাউলের নিজের উদ্দোগে ইফতার ত্রান বিলি দেখেই নিকটবর্তী রফিক ক্লাবের সকল সদস্য এসে স্বপন বাউলের এই সমাজ সচেতনের কাজের পাশে দাঁড়ায় এবং ঐ এলাকার বিশিষ্ঠ শিল্পী এবং শিল্প অনুরাগী বাক্তিত্ব তিতা মূল্যবান বক্তব্য রেখে স্বপন দত্ত বাউলের প্রশংসা করেন বলেন এই পবিত্র রমজান মাসে এক হিন্দু বাউল ছেলে হয়ে পথে পথে ভিক্ষা করে দুস্থ মুসলিম ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিয়ে সত্যি সম্প্রতির বার্তা দিয়ে এক নজির সৃষ্টি করলেন বর্ধমান জেলায় । এবং শুধু এটাই শেষ নয় আমরা বর্ধমানবাসী দেখেছি লক ডাউন প্রিয়ডে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বর্ধমানের পথে পথে বাউলগানে ভিক্ষা করে অর্থ ও খাদ্য দ্রব্য সাহায্য তুলে স্টেশনে ভবঘুরে অসহায় অনাথ ক্ষুধার্ত দের দুপুরে অন্ন ভাত সেবা করিয়ে চলেছেন। এবং দুস্থ ক্ষুধার্ত দেখলেই তার সামর্থ মত নিজের উদ্দোগেই ভিক্ষা লব্ধ অর্থ থেকে তাদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন ঘরে ঘরে গিয়ে লক ডাউনে । যা কোনো বাউল শিল্পী করে দেখতে পারে নি। ইফতার সামগ্রী দেয়ার সময় স্বপন বাউল সম্প্রতির গানে মানুষের মনজয় করলেন এবং মুসলিম বাবা মা ভাই বোনেরা স্বপন বাউল কে দুহাত তুলে আশির্বাদ করলেন যা বর্ধমান বাসীর কাছে গর্বের বিষয়