ফের সাঁইথিয়া থানার আধিকারিকের মানবিক মুখ
রানা বৈদ্য ,সাঁইথিয়া :এক দিকে যখন পুলিশকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে থানার আধিকারিকের মাথা।ঠিক তার উল্টো ছবি দেখা গেল সাঁইথিয়ায়।ফের সাঁইথিয়া থানার আধিকারিকের মানবিক মুখ দেখা গেল সাঁইথিয়ায়।এদিন ব্যাঙ্কে এসেছিলেন প্রতিবন্ধী এক বৃদ্ধা মহিলা।ব্যাঙ্কের কাজ সেরে উনি আর বাড়ি ফিরতে পারছিলেন না।এবং রাস্তার ধারে অসহায় অবস্থায় বসে ছিলেন।সেই দৃশ্য দেখতে পান সাঁইথিয়া থানার আধিকারিক নিলোৎপল মিশ্র। সঙ্গে সঙ্গে তিনি নিজের গাড়ি এনে ওই বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেন।ওই প্রতিবন্ধী বৃদ্ধা রোশেনা বিবি বলেন,আমি আজ ব্যাঙ্কে গিয়েছিলাম।সরকার থেকে যে টাকা দেওয়া হয় সেই টাকা তুলতে।ছেলেরা কর্মসূত্রে বাইরে আছে।লক ডাউনের ফলে তারা কেউ বাড়িতে ফিরতে পারছেনা।ফলে অর্থাভাব দেখা দেয় আমাদের।আমি আজ টাকা তুলে ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার জন্য এগোনোর চেষ্টা করলে আমি বিফল হয়।খুব কষ্ট হচ্ছিল আমার।ফলে আমি রাস্তার ধারে বসে পরি।হঠাৎ করে ভগবানের দূত হিসাবে আমার কাছে আসেন সাঁইথিয়া থানার বড়বাবু। উনি আমার সমস্যার কথা জানতে চান।আমি বলার সঙ্গে সঙ্গে উনি নিজের গাড়ি আনিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেন। এর জন্য আমি খুবই খুশি। বড়বাবুকে দেখে বোঝা যায় যে পুলিশের মধ্যে মানবিকতা আজও বেঁচে আছে।