জেলা
ভগবানপুর 90 টি তাজা বোমা উদ্ধার করল সিআইডি
প্রদীপ কুমার মাইতি:সারাবিশ্বে আতঙ্কের নাম করোনা, এই মহামারী ভাইরাসের কারণে মানুষ আজ অসহায় হতে চলেছে। মানুষ শুধু বাঁচার লড়াইয়ে এগিয়ে চলেছে, কখন কি যে ঘটে যাবে তা কেউ বলতে পারেনা।তেমন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে স্বপ্নে ভাবতে পারে যে ক্রাইমের কথা।সেই সুযোগে বলতো বিয়া ক্রাইম চলে যাচ্ছে একশ্রেণীর দুষ্কৃতীরা।ভগবানপুরে অন্তত ৯০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। সিআইডি এর বোম্ব ডিসপোজাল টিম এসে নিষ্ক্রিয় করল কেলেঘাই নদীর চরে। গ্রেফতার একজন। সেক কাসিমুদ্দিন। এর বাড়ির পেছনের জঙ্গলে বোমাগুলো ছিল। বাড়ি বেতুলিয়াচক লালপুর। পরিবারের দাবি তারা তৃণমূল কংগ্রেস এর সমর্থক।