গ্রামের পাতায়
ভগবানপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার লালপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসত বোমাবাজি, সন্ত্রাস, যাঁর ফলে আতঙ্কে থাকতে হোতো এলাকাবাসিকে, ঢালাই রাস্তাকে কেন্দ্র করে তৃনমুলের দুপক্ষের মধ্যে (গোষ্ঠীদ্বন্দ্ব) ,ব্যাপক বোমাবাজি ও মারামারি চলত, বেশকিছুদিন আগে ওই লালপুরেই ৯০টি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ, সাথে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে, জানা গিয়েছিল সেই ব্যক্তি তৃনমুলের কর্মীই বলে পরিচিত। কিন্তু তাঁর পরেও গতকাল পবিত্র ঈদের দিনে ফের ওই জায়গা ও রাস্তাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি চলে, সে কারনেই লালপুরের বাসিন্দা তৃনমুল নেতা হারুন রসিদ (বাবুলাল ) নামে এক ব্যক্তিকে কলাবেড়িয়া থেকে পুলিশ আজ গ্রেপ্তার করে।