রাজ্য
ভগবানপুরে বিজেপি যুব র প্রতিকি অবস্থান বিক্ষোভ ।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি যুব র প্রতিকি অবস্থান বিক্ষোভ । ভগবানপুর এক নং ব্লকের কোটনাউড়ি বিদ্যুৎ অফিসে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ । করোনা ভাইরাসের মতো মারন অসুখের সময় সাধারণ মানুষ খেয়ে পরে থাকতে পারছে না কিন্তু বিদ্যুৎের বিল আসছে লাগামছাড়া। সেকারনে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসুচী চলল বেশকিছু সময়। অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বিদ্যুৎের বিল অতিরিক্ত মাত্রায় আসছে বলেও দাবি বিজেপির। তাঁদের দাবি বিদ্যুৎের বিল তিন মাসের জন্য মুকুব করতে হবে, বিদ্যুৎের বিল প্রত্যেক মাসে সাধারণ মানুষ যাতে দিতে পারে তা চালু করতে হবে, এমনই দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কিছু সময় চলার পর উঠে যায় বিক্ষোভ।