সম্প্রতি ভারতের সম্পাদক আমাদের ছেড়ে চলে গেলেন
সঞ্জয় মুখার্জী:বেহালা থেকে পাক্ষিক সংবাদপত্র “সম্প্রীতি ভারত” বেশ কয়েক বছর নিয়মিত প্রকাশ হত। সম্পাদক বিমল দাস। তবে তিনি তালাক করবো জীবনের সাথে লড়তে লড়তে আস্তে আস্তে আক্রান্ত হয়েছিল বেশ কয়েক বছর কিডনি রোগে । তবুও সংগ্রাম চালিয়ে যাচ্ছিল নিজের জীবনের,নিজের লড়াই থেকে কোনদিন তিনি পিছপা হননি। এভাবে চলতে চলতে কমজোরি হয়ে পড়েছিল আক্রান্ত বহুদিন ধরে ডায়লেসিস হত। গত কাল ১জুন সন্ধ্যায় তিনি প্রয়াত হন।তিনি বেঙ্গল চেম্বার অফ কমার্স সিকিউরিটিতে কর্মরত ছিলেন ,মানুষ হিসেবে অত্যন্ত সৎ ও নির্ভীক। তিনি ছিল সাংবাদিক প্রেমী মানুষ ছোট-বড় সবার সাথে সুন্দর ব্যবহার করে জীবন যাপন করত। তার জীবনের নেশায় ছিল সাংবাদিকতা করা সরকারি না হলে ও বেসরকারি ভাবে তিনি বিভিন্ন লেখালেখি শুরু করেছিল ,তারপরে ছোট্ট পত্রিকা জন্ম দিলেন তিনি সম্প্রতি ভারত নামে। তাঁর মহাপ্রয়াণে সাংবাদিক হিসেবে বন্ধু বিয়োগ হল। তাঁর আত্মার শান্তি কামনা করছি । ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর এ্যাসোসিয়েশন তাঁর অকাল প্রয়াণে মর্মাহত ।