জেলা

রক্তদানে সামিল হল ভগবানপুরের বচ্ছিপুর আজাদ সংঘ।

নিজেদের শরীরের রক্ত দান করে করোনা যুদ্ধে সামিল হল ভগবানপুরের বচ্ছিপুর আজাদ সংঘ। মাস্ক বিলি দিয়ে শুরু। তারপর চাল, আলু বিতরণ। আর আজ রক্তদান শিবির। এভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বচ্ছিপুর আজাদ সংঘ। সারা দেশে লকডাউন চলছে। ফলে জেলা জুড়ে তৈরী হয়েছে রক্তের সঙ্কট। তাই নিজেদের শরীরের রক্ত দান করে করোনা যুদ্ধে সামিল হল ভগবানপুরের বচ্ছিপুর আজাদ সংঘ। আজ ভগবানপুরে আয়োজিত এই রক্তদান শিবিরে সংঘের সদস্য, তাদের পরিবারের লোকজন ও শুভাকাঙ্খী মিলিয়ে ১১ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে তমলুক জেলা ব্লাড ব্যাঙ্ক। আজাদ সংঘের সম্পাদক সেক হাসিফুর রহমান বলেন, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ আজ করোনা ভাইরাসে আক্রান্ত। হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন প্রতিদিন।জেলা জুড়ে তৈরী হয়েছে রক্ত সংকট। তাই নিজেদের শরীরের রক্ত দিয়ে আজ আমরা সামিল হয়েছি করোনা মোকাবিলায়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভগবানপুর ১ ব্লকের বিডিও পঙ্কজ কোনার, ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার প্রণব রায়, সংঘের সভাপতি সেক মুজিবুর রহমান, মদন মোহন পাত্র, সেক নজরুল, সেক মোরতাজ, অনুপম সরকার সহ ভগবানপুরের বহু বিশিষ্ট মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখেই রক্তদান শিবির হয়। সারা বছর খেলা ও সংস্কৃতি চর্চার নিয়োজিত ভগবানপুরের এই সংস্থা করোনা মোকাবিলায় ইতিমধ্যে দুই হাজার মানুষকে মাস্ক ও এক হাজার মানুষকে চাল-আলু বিতরণ করেছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করেছেন আজাদ সংঘের সম্পাদক সেক হাসিফুর রহমান।

Related Articles

Back to top button