গল্প ও কবিতা

বিষামৃত

দেবাংশু চক্রবর্তী

কতদিন প্রিয়দের মুখ দেখিনি

কতদিন হাতে হাত দিয়ে বলিনি,

কেমন আছিস তোরা?

তবুও কত কাছে কাছে আছি।

মননে আত্মায় জড়িয়ে নিয়ে,

এভাবেই বেঁচে আছি একা একা।

পুতুল নাচের মতো

নাচিয়ে চলেছেন ঈশ্বর।

জনশূন্য রাস্তায় সারমেয়র দল

ওদের পেটে খাবার পড়েনি কতদিন

মুখ থেকে ঝরে পড়ে পড়ে

শুকিয়ে গিয়েছে আগ্রাসী লালা।

দিন আনি দিন খাই যারা

তারাও অপেক্ষামান

কে কবে দুমুঠো অন্ন যোগাবে তাদের

পরিযায়ী পাখিদের দল সুখে আছে

সুখে আছি তৃণ থেকে বৃক্ষরাজি সব।

সারাটি পৃথিবী জুড়ে প্রকটিত

ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম।

ধর্ম নেই, কর্ম নেই, তাই,

গুরুদের মলিন বসন।

ঈশ্বরও গৃহবন্দী

গৃহবন্দি সপারিষদ

দাঁড়ালেন পর্বতের পরে।

সারি সারি মৃতদেহ,

সারি সারি ভয়ার্ত মানুষ,

কোথায় যাচ্ছে এরা?

কোথায় রয়েছে পরিত্রাণ ?

ঈশ্বরও অশ্রু চোখে

নেমে যান অতল চিন্তায়।

কতদিন প্রিয়র মুখ দেখেনি

কতদিন আলিঙ্গন নেই।

কতটা একলা থাকি?

কতটা একলা থাকা যায়?

হে ঈশ্বর,

তোমার শরীরে কেন নীল?

Related Articles

Back to top button