পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদন ঘাট মোড়ে বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক
পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদন ঘাট মোড়ে বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক
শ্যামল রায় পূর্বস্থলী
একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদন ঘাট মোরে বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুরজিৎ ঘোষ সহ একাধিক নেতা নেত্রী। সুরজিৎ ঘোষ জানিয়েছেন যে আগামী ২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী এবং সেইসাথে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় শাখা সংগঠন কে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আমরা এদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেছি। বোঝাকে আমাদের কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হবে গ্রামে গ্রামে ভোটারদের কাছে সেই সাথে রাজ্যের তৃণমূলের সরকারের ব্যাপক দুর্নীতির কথা পৌঁছে দেয়া হবে মানুষের কাছে।
এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার সাংগঠনিক দলের পর্যালোচনা এবং দলকে আরও কি করে শক্তিশালী করে মানুষের জনসংযোগ বাড়ানো যায় তার ওপর গুরুত্ব আরোপ করেছেন সাংগঠনিক নেতারা। উপস্থিত নেতারা আরও জানিয়েছেন যে লকডাউন এর কারণে আমাদের সাংগঠনিক প্রচার অনেকটা থমকে রয়েছে আগামী দিন সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন এবং মানুষের কাছে আমাদের সরকারের কথা তুলে ধরবেন।