গ্রামের পাতায়
বিজেপি করায় একশো দিনের প্রকল্পে জুটলো না
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-বিজেপি করায় একশো দিনের প্রকল্পে জুটলো না কাজ,অবশেষে পথ অবরোধ করল এলাকাবাসীরা, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের খড়াই মোড় এলাকায়,
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূলের মিটিং মিছিলে না গেলে এবং বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল করলে ১০০ দিনের প্রকল্পে কাজে নেওয়া হচ্ছে না,
তারই প্রতিবাদে রবিবার সকাল নাগাদ এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা,এর ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, কার্যত যানজটের মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে।