বিজেপির বিক্ষোভ কর্মসূচী চারদিন ধরে চলবে।
লকডাউনের মধ্যেই পূর্ব মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত মন্ডলের সভাপতিদের দশজন দলীয় সদস্য ও কার্যকর্তারা ব্লক অফিসে(বি.ডি.ও. অফিসে) থালা,বাটি নিয়ে,রাজ্য সরকারের রেশন দূর্নীতির বিরুদ্ধে এবং তৎসহ কেন্দ্র সরকারের “আয়ুষ্মান ভারত” ও “কিষাণ গরীব কল্যাণ নিধি” যোজনা থেকে রাজ্যবাসিকে বঞ্চিত করা,কোভিড ওয়ারিয়রগণকে কেন্দ্রের বীমার আওতা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে এবং তৎসহ রাজ্যবাসীর বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডলের জেলা কার্যকর্তারা। এই বিক্ষোভ কর্মসূচী চারদিন ধরে চলবে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ব্লকেও বিজেপির এই কর্মসুচী চলে। চতুর্দিকে ব্যাপকহারে রেশন দুর্নীতি হয় বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। সাধারণ মানুষ যাতে সঠিক রেশন পায় ,তাঁর দাবিতে বিক্ষোভ দেখায়।
*(০৫/০৫/২০২০) মঙ্গলবার,সকাল-১১ টা থেকে শুরু হয় দলীয় মূল সংগঠনের বিক্ষোভ কর্মসুচী।
*(০৬/০৫/২০২০) বুধবার,সকাল-১১.০০ টা’য়-দলীয় যুব এবং মহিলা মোর্চা।
*(০৭/০৫/২০২০) বৃহস্পতিবার,সকাল-১১.০০ টা’য়-দলীয় কিষাণ এবং ও.বি.সি. মোর্চা।
*(০৮/০৫/২০২০) শুক্রবার,সকাল-১১.০০ টা’য়-দলীয় এস.সি. ও এস.টি. এবং সংখ্যালঘু ।