রাজ্য
বিজেপির ত্রান নেওয়ার অভিযোগে তৃণমূলের হাতে আক্রান্ত নন্দীগ্রামে!
পূর্ব মেদিনীপুর ঃ মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের ১৬১ নম্বর বুথে বিজেপির ত্রাণ নেওয়ার অভিযোগে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন ওই অঞ্চলের মহিলা সহ- মোট ১১জন। এই ঘটনার জেরে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে অভিযোগের তীর রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় গিরি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে সোমবার প্রাণ বিলি করেছিল বিজেপি। সেই কারণে স্থানীয় কিছু তৃণমূলের লোকজন এসে তাদের ওপর লাঠি, বাঁশ ও রড দিয়ে উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।