রাজ্য
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে নিয়ে অরুচিকর ছবি ফেসবুকে পোস্ট করায় কাটোয়া থানায় অভিযোগ
শ্যামল রায় ,কাটোয়া: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে অরুচিকর ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে এক যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কাটোয়া থানায় বিজেপি থেকে।শনিবার বিজেপির রাজ্য কমিটির সদস্য অনিল দত্ত জানিয়েছেন যে দিলীপ ঘোষকে নিয়ে অরুচিকর একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে সমুদ্রগড় এলাকার বাসিন্দা অনুপম ঘোষ। বিজেপি যুব মোর্চার তরফ থেকে শুভদীপ মফদার ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাটোয়া থানায়। অভিযোগ পেয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। দিলীপ ঘোষের ছবি ফেসবুকে পোস্ট করার কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে।