জেলা

বিজেপির প্রতীকী অনশন।।

করো-না পরিস্থিতির মাঝেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দাবী-দাওয়া পূরণের লক্ষ্য নিয়ে দাঁতন-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে প্রতীকী অনশনে বসলেন ভারতীয় জনতা পার্টি দাঁতন-১ নং ব্লকের দাঁতন উত্তর ও দক্ষিণ মণ্ডলের নেতৃত্ব ও কর্মীগণ। দাবীগুলোর মধ্যে অন্যতম ছিল 

১) তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব।
২) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ প্রদান।
৩) সঠিকভাবে রেশন বন্টন ব্যবস্থা চালু করা।
৪) করো-না আক্রান্তের সঠিক তথ্য প্রদান।
৫) দাঁতনবাসীর সুরক্ষার জন্য ব্লক প্রশাসনকে আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে।
উপস্থিত ছিলেন দাঁতন-১ উত্তর মন্ডলের দায়িত্বপ্রাপ্ত জেলা নেত্রী উমা বিশ্বাস, দাঁতন-১ দক্ষিণ মণ্ডলের দায়িত্ব প্রাপ্ত জেলা নেত্রী প্রিয়াঙ্কা পাণিগ্রাহী, উত্তর মন্ডলের সভাপতি রাজীবলোচন বিশ্বাস, দক্ষিণ মণ্ডলের সভাপতি রঞ্জিত মল্লিক, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মহাপাত্র, সঞ্জীব পূজারা, নিখিল সাহা, গৌরী সাহা, লক্ষ্মীনারায়ণ ঘোষ, সুপ্রকাশ ভঞ্জ ও অন্যান্য কর্মীগণ। রাজীব বাবু জানিয়েছেন, প্রতীকী অনশনের আজ প্রথম দিন। আগামী ৪দিন দলের বিভিন্ন মোর্চা সংগঠন এই প্রতীকী অনশনে অংশগ্রহণ করবে। সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে তাঁদের আন্দোলন চলতে থাকবে।।

Related Articles

Back to top button