রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এল তৃণমূল!
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ মহামারী করোনা ভাইরাসের জেরেই রক্তের ঘাটতি। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করতে পারলেও এখনো বিজ্ঞান কৃত্রিম রক্ত তৈরি করতে সম্ভব হয়নি । তাই মুমূর্ষু রোগীকে কিংবা যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক কিংবা অ্যানিমিয়া বা লিউকোমিয়া কিংবা বিভিন্ন কাজে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে বাঁচাতে রক্তের খুব প্রয়োজন তাছাড়া সম্প্রতি ভাইরাসে আক্রান্ত মানুষের রক্তের খুবই প্রয়োজন। এই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আড়াঙ্গা- কুলটিকরী মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও সাথী ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইতিপূর্বেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে বিভিন্ন থানা কিংবা দলের পক্ষ থেকে বা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির হবে। এ দিন দলের পক্ষ থেকে অন্তত ৫০ ব্যাগ রক্ত টার্গেট নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধনে শিবিরে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা তথা দলের মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী ও ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, স্থানীয় পঞ্চায়েত সদস্য আশুতোষ মুন্ডা, দলের ব্লক যুব তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, যুব নেতা বাবুল সাহা ও আনন্দ মুন্ডা- সহ অন্যান্য কর্মকর্তারা।তবে এ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে মহিলা তৃণমূলের তরফে রক্তদান শিবির আয়োজিত হয়। এগরা মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের হাতে সবুজ বাঁচতে চারাগাছও তুলে দেওয়া হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।