বিনোদন

প্রভাষের পরবর্তী পৌরাণিক ছবি “আদিপুরুষ ” এর বিশাল অঙ্কের বাজেট

 

সুমিত মজুমদার

দক্ষিনি সুপারস্টার প্রভাষ আবারও ফিল্মি দুনিয়ায় শিরোনামে,তাঁর পরবর্তী পৌরাণিক ছবিতে রামের ভুমিকায় অভিনয় করতে চলেছেন। এই ছবির বাজেট বিগত অন্যান্য বিগ বাজেট ছবি গুলিকে ছাপিয়ে যাবে।ছবির নির্মাতারা এই ছবি নিয়ে এতটাই উচ্ছ্বসিত যে, এই ছবির বানিজ্যিক সাফল্য আনায়সে আসবেই।

এর আরেকটি অন্যতম কারণ, রাবণের ভুমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সাঈফ আলী খান এবং শিবের ভুমিকায় থাকছেন আরেক বলিউড সুপারস্টার অজয় দেবগণ। আর সব বিখ্যাত অভিনেত্রী কে পিছনে ফেলে সীতার ভুমিকায় দেখা যাবে কৃতি শ্যারন কে, দীপিকা পাড়োকনোও দৌড়ে ছিলেন।

ছবিটিপরিচালনা করবেন ‘তানাজিঃদ্যা আন সাং ওয়ারিয়র্স ‘ খ্যাত পরিচালক ওম রাউত, লকডাউনে ছবির চিত্রনাট্য শেষ করে ফেলেছেন। ছবির শুটিং সম্ভবত ২০২১ সালের মাঝামাঝি সময়ে হবে।’বাহুবলীর’ পর ‘আদিপুরুষ’ ছবিটি বিশ্বব্যাপী সাড়া পেতে চলেছে।

Related Articles

Back to top button